পুজোর থিমে ঝুলন গোস্বামী, 'ময়দানের দশভূজা'কে নিয়ে সাজছে ক্ষুদিরাম কলোনি সর্বজনীনের মণ্ডপ

খেলায় ময়দান থেকে সিনেমার পর্দা, সেখান থেকে এবার পুজোর থিমেও তিনি। মাঠে ও ব্যক্তিগত জীবনে তাঁর লড়াইয়ের কাহিনি আগেই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।

Durga Puja 2024 Khudiram Colony Sarbojanin Durgotsab Commiittee pujo theme on Jhulan Goswami gnr

আজকাল ওয়েবডেস্ক: খেলায় ময়দান থেকে সিনেমার পর্দা, সেখান থেকে এবার পুজোর থিমেও তিনি। মাঠে ও ব্যক্তিগত জীবনে তাঁর লড়াইয়ের কাহিনি আগেই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। যে ছবি এখনও রিলিজ করেনি। তার আগেই ঝুলন গোস্বামীকে সম্মাননা জানাতে তৈরি হচ্ছে বিশেষ পুজো মণ্ডপ। যার থিম এবার স্বয়ং ঝুলন গোস্বামী। 

দমদম নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি দুর্গোৎসব কমিটির ৭৫ বছরের পুজোর থিম 'ময়দানের দশভূজা'। শিল্পী মধুরিমা ভট্টাচার্যের ভাবনায় সাজছে এই পুজো মণ্ডপ। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, 'মা দুর্গা আমাদের দশভূজা। কথায় আছে মেয়েরা মায়েরই জাত। ঘরে বাইরে কোথাওই মেয়েরা আজ আর পিছিয়ে নেই। দশ হাতে তাঁরা সামলাচ্ছেন সবকিছু। অফিসে, আদালতে, কখনও ডাক্তারিতে, কখনও আবার খেলার মাঠে শ্রেষ্ঠত্বের ছাপ রাখছেন তাঁরা। ক্রিকেটার ঝুলন গোস্বামী হলেন এরকমই একজন অলরাউন্ডার ক্রিকেটার, যিনি ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দল, বেঙ্গল উইমেন, ইস্ট জোন উইমেন, এবং এশিয়ার উইমেন ইলেভেন দলের হয়ে ক্রিকেট খেলেন।' 

তাঁদের আরও বক্তব্য, 'ক্রিকেটের উৎপত্তি কিন্তু এদেশে নয়। সুদূর ইংল্যান্ডে। ১৮ শতাব্দীতে ইউরোপীয় বণিক নাবিকদের দ্বারাই ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের প্রচলন হয়। আর আজকে সেই ভারতীয়রাই নিজের কর্মদক্ষতায় আন্তর্জাতিক ক্রিকেটে দেশের নাম উজ্জ্বল করেছেন। ঝুলন গোস্বামী আমাদের বাংলার মেয়ে, আমাদের দেশের গর্ব। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তাই শ্রদ্ধা জানাব আমরা।' 

পুজো কমিটির উদ্দেশ্য, বিশ্বজনীন এই উৎসবে সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে পড়ুক বাংলার এই মেয়ের কাহিনি। হুবহু ক্রিকেট খেলার মাঠের আদলেই তৈরি হবে সমগ্র মণ্ডপ। যেখানে মা যেন স্বয়ং তাঁর সন্তানকে আশীর্বাদ করবেন সে যেন আরও এগিয়ে চলেন।