ভাবনার নেপথ্যে নারীর ভূমিকা, বৈশাখী সর্বজনীনের এবারের থিম 'অন্তরে অন্তরে'

দেবীর আগমনেই আনন্দের সঞ্চার জগতে। তাই এবার পুজোর ভাবনার নেপথ্যে রয়েছে নারীর ভূমিকা। তাঁদের উৎসর্গ করেই বৈশাখী সর্বজনীনের এবারের থিম 'অন্তরে অন্তরে'।

Durga Puja 2024 Baisakhi Sarbojanin Pujo theme antare antare gnr

আজকাল ওয়েবডেস্ক: দেবীর আগমনেই আনন্দের সঞ্চার জগতে। তাই এবার পুজোর ভাবনার নেপথ্যে রয়েছে নারীর ভূমিকা। তাঁদের উৎসর্গ করেই বৈশাখী সর্বজনীনের এবারের থিম 'অন্তরে অন্তরে'। টানা ৫৮ বছর ধরে এই সমিতির পুজোয় প্রতিমা, পুজো মণ্ডপের কাজ নজর কাড়ছে দর্শকদের। এবারেও রয়েছে তাদের বিশেষ ভাবনা। 

বালিগঞ্জ ফার্ন রোডের বৈশাখী সর্বজনীনের পুজো উদ্যোক্তাদের বক্তব্য, 'সাদাকালো এই শহরটা কোনও এক মন্ত্র বলে হঠাৎ করে রূপকথার জগতে পরিণত হয় দেবী দুর্গার আগমনে। চারিপাশে সাজ সাজ রব। যেন মনে হয় মা অতি পটুতার সাথে সাজিয়ে গুছিয়ে দিয়ে তাঁর সন্তানদের হৃদয়ে এক অনাবিল আনন্দের সঞ্চার ঘটান।মা যেভাবে তাঁর অন্দরমহলের সাজসজ্জা পরিপাটি করে সামলান, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সামগ্ৰী যেভাবে অন্দরের সজ্জায় স্থান পায়, ঠিক সেইভাবে, সেই সব সামগ্ৰী দিয়ে সেজে উঠবে 'বৈশাখী'র মণ্ডপ।' 

পুজো কমিটির সদস্যদের কথায়, 'কথায় বলে, 'সংসার সুখের হয় রমণীর গুণে'। সেই সূত্র ধরে, আমাদের প্রত্যাশা আর প্রার্থনা থাকবে দেবী দুর্গার কাছে, এই অগোছালো জীবনের অন্দরমহল যেন সজ্জিত হয়ে ওঠে কাঙ্খিত কল্পনায়। যে সমস্ত নারীদের হাত ধরে এই পুজোর পথ মসৃণ হয়েছে, তাঁদের প্রতি উৎসর্গ করেই এই বছরের থিমের নামকরণ করা হয়েছে।' সেই ভাবনাকেই পুজো মণ্ডপে ফুটিয়ে তুলছেন শিল্পী সোমনাথ দোলুই।