মণ্ডপে বিয়ে বাড়ি, ঢুকলেই খাওয়ার জন্য ডাকছেন পাত্রীর অভিভাবকরা
Durga Puja: ছাদনা তলায় বিয়ে হচ্ছে বর-কনের। আরেক দিকে চলছে বিয়ে বাড়ির ভোজ খাওয়ার পালা।
প্রশান্ত দাশ, মালদা: এ যেন অবিকল এক পুরনো দিনের বিয়ে বাড়ির আসর। দুর্গা পুজোর মণ্ডপে ঢুকলেই দেখা যাবে একদল বাদ্যকর সানাই বাজাচ্ছেন। অতিথি আপ্যায়নের জন্য পাত্রীর বাড়ির অভিভাবকরা দাঁড়িয়ে রয়েছেন গেটের সামনে। ছাদনা তলায় বিয়ে হচ্ছে বর-কনের। আরেক দিকে চলছে বিয়ে বাড়ির ভোজ খাওয়ার পালা। কাল্পনিক সুধারানীর বিয়ের নামকরণ দিয়েই এবার ইংরেজবাজার শহরে মহিলা পরিচালিত কুট্টিটোলা সহযোগিতা ক্লাব বিয়ে বাড়ির থিম গড়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে।
এবার এই পুজোর ৫২ তম বর্ষ। এলাকার মহিলারাই বিভিন্ন থিমের পরিকল্পনা গ্রহণ করে দুর্গাপুজোটি পরিচালনা করে থাকেন। পাড়ার পুরুষরা বিভিন্নভাবে সহযোগিতা করেন।
রকমারি আলোকসজ্জা থাকলেও বিয়ে বাড়ির এই থিম মানুষের দৃষ্টি যথেষ্ট আকর্ষণ করেছে। পুরো পুজো মণ্ডপটি গড়ে তোলা হয়েছে আস্ত একটি পুরনো আমলের বিয়েবাড়ির আদলে। মণ্ডপের এক পাশে বর ও কনের বিয়ে দিচ্ছেন পুরোহিত। দাঁড়িয়ে রয়েছেন আত্মীয়রা। সবটাই মডেল। ঢোল, সানাই নিয়ে পুজো মণ্ডপের মেন গেটের সামনেই হয়েছে নহবত গেট। চলছে বাজানোর পর্ব । সেটা আবার শোনানো হচ্ছে মাইকে। অভিনব এমন পরিকল্পনায় সহযোগিতা ক্লাবের কর্মকর্তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দর্শনার্থীরা।
সহযোগিতা ক্লাবের এক সদস্যা কৃষ্ণা সাহা বলেন , '৮০ থেকে ৯০ দশকের মধ্যে বিয়ে বাড়িগুলিতে যে চল ছিল , সেগুলিই মডেলের মাধ্যমেই তুলে ধরা হয়েছে। যেমন ধরুন কলাপাতায় আমন্ত্রিতদের খেতে দেওয়া। মাটির ভারে জল দেওয়া। সেই সময় ক্যাটারার ছিল না। পাড়ার ছেলেরাই পরিবেশন করতেন। সেগুলিও মডেলের মাধ্যমে তুলে ধরেছি। আস্ত একটি ছাদনাতলা গড়ে তোলা হয়েছে। সেখানেই বর ও কনের বিয়ে হচ্ছে। এমনই বিয়ে বাড়ির থিম গড়েই এবার ক্লাবের পুজোর আয়োজন করা হয়েছে।'