পুজোয় ঘুরতে বেরনোর পরিকল্পনা? জেনে নিন তৃতীয়া থেকে দশমী কোন কোন রাস্তায় বন্ধ যান চলাচল 

Durga Puja: পুজোর সময় ভিড় বাড়ে রাস্তায়, আর সেই কারণেই রাস্তায় নিয়ন্ত্রণ হয় যানবাহান। আর কদিন পুজোর? সকলেই এখন দিন গুনছেন। পুজো যত এগোচ্ছে, তত চিন্তা বাড়ছে পুলিশের।

traffic notification for Durga Puja in kolkata

আজকাল ওয়েবডেস্ক: পুজোর সময় ভিড় বাড়ে রাস্তায়, আর সেই কারণেই রাস্তায় নিয়ন্ত্রণ হয় যানবাহান। আর কদিন পুজোর? সকলেই এখন দিন গুনছেন। পুজো যত এগোচ্ছে, তত চিন্তা বাড়ছে পুলিশের। একদিকে মহালয়ার দিনের যান নিয়ন্ত্রণ। তার পরেই তৃতীয়া থেকে দশমী পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। 

তৃতীয়া- ৬ অক্টোবর সকাল ৬টা থেকে, ৭ অক্টোবর রাত ১২টা। 
চতুর্থী- ৭ অক্টোবর সকাল ৬টা থেকে ৮ অক্টোবর রাত ২টা।
পঞ্চমী- ৮ অক্টোবর সকাল ৮টা থেকে, ৯ অক্টোবর রাত ২টা।
ষষ্ঠী- ৯ অক্টোবর সকাল ৮টা থেকে ১০ অক্টোবর রাত ৩টা।
সপ্তমী- ১০ অক্টোবোর সকাল ৮টা থেকে ১১ অক্টোবর ভোর ৪টা।
অষ্টমী-নবমী- ১১ অক্টোবর সকাল ৭টা থেকে, ১২ অক্টোবর ভোর ৪টা।
দশমী- ১২ অক্টোবর সকাল ৮টা থেকে, ১৩ অক্টোবর ভোর ৪টা।

অন্যদিকে, ওই কয়েকদিন কলকাতার বেশ কিছু জায়গায় নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে যান চলাচল। 

যান নিয়ন্ত্রণের সময় দশমী পর্যন্ত: সকাল ৬ থেকে রাত ১২ । জরুরী পরিষেবার গাড়ি ছাড়া সমস্ত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেশকিছু রাস্তায় কেবল ব্যক্তিগত গাড়ি চলাচল করবে।  

উত্তর কলকাতা
বি কে পাল অ্যাভিনিউ, নিমতলা এবং রবীন্দ্র সরণী, বঙ্কিম চ্যাটার্জি স্পিড, বিদন ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, রামমোহন রায় রোড, গোপীমোহন দত্ত লেন, উত্তর শিয়ালদা রোড, হরি ঘোষ স্ট্রিট, কাশি বোস লেন, নয়নচন্দ্র দত্ত স্ট্রিট, হরিশ স্ট্রিট, সিমলা স্ট্রিট, কৈলাশ বোস স্ট্রিট, শ্যামা চন্দ্র দে স্ট্রিট, নর্থ শিয়ালদা স্ট্রিট, 

সেন্ট্রাল কলকাতা

বিবি গাঙ্গুলী স্পীড, সাগর দত্ত লেন, শম্ভু চ্যাটার্জি স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট, কলুতলা স্ট্রিট, কলজে স্ট্রিট-এপিসি বোস রোডের মধ্যবর্তী সূর্যসেন স্ট্রিট, গোমস লেন, গোকূল বরাট লেন, অমর বোস সরণি, পার্বতী বোস লেন, সায়েল শেলি লেন, সি আর অ্যাভিনিউ-কলেজ স্ট্রিট মধ্যবর্তী ইডেন হাসপাতাল রোড-সহ আরও বেশ কয়েকটি রাস্তা। 

দক্ষিণ কলকাতা
চারু এভিনিউ, লেক রোড, দেশপ্রিয় পার্ক, লেক ভিউ রোড, পার্ক স্ট্রিট পার্ক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিং, রজনী সেন রোড, কালীঘাট রোড, যোধপুর পার্ক, একডালিয়া রোড, ডোবার লেন গড়িয়াহাট ,হিন্দুস্তান রোড, লেক প্লেস, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, সুরেন ঠাকুর রোড, কালী টেম্পল রোড, চারু অ্যাভিনিউ-সহ আরও বেশ কয়েকটি রাস্তা।

সাউথ সাবারবান
ঢাকুরিয়া স্টেশন রোড সেলিমপুর কাম ডহরি পূর্ব পাড়া, বোরাল মেন রোড, নাকতলা রোড, আর্য সমিতি রোড, শশী ভূষণ মুখার্জি রোড, অ্যাভিনিউ সাউথ রোড-সহ আরও বেশ কয়েকটি রাস্তা।