পুজোয় নতুন জুতোর ফোস্কার জ্বালায় এক পা হাঁটতে না পারলে নো চিন্তা, রইল কিছু সহজ উপায়

foot blister from new shoes in durga puja 2024: পায়ের মাপ,গঠন ও পছন্দ অনুযায়ী সবাই নিজের পুজোর নতুন জুতো কিনতে ব্যস্ত। কিন্তু পরমুহুর্তেই কপালে চিন্তার ভাঁজ, সারারাত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্যান্ডেল হুপিং তো করবেন, নতুন জুতোর আপনাকে দেওয়া পুজোর উপহার ফোসকাকে কিভাবে সামলাবেন?পায়ে জ্বালাপোড়া শুরু হলেই তো হেঁটে পুজোয় ঘোরার আনন্দই মাটি।তবে চিন্তা নেই,রইল কিছু সহজ উপায় যাতে নতুন জুতোও পরবেন ঘোরার আনন্দও হবে।

These all tricks can protect you from new shoes blister in durga puja 2024

 আজকাল ওয়েব দেস্কঃ পুজোয় নতুন জামা নিয়েছেন, সঙ্গে ম্যাচিং অ্যাক্সেসরিজও।সব কিছু শেষে বাকি থাকে কেন জুতো?নতুন জামা হবে আর তার সঙ্গে মানানসই জুতো হবে না তাই আবার হয় নাকি।
পুজোর তো বাকি হাতেগোনা আর কদিন মাত্র।এখনো সব জুতোর দোকানে উপচে পড়া ভিড়।পায়ের মাপ,গঠন ও পছন্দ অনুযায়ী সবাই নিজের পুজোর নতুন জুতো কিনতে ব্যস্ত। কিন্তু পরমুহুর্তেই কপালে চিন্তার ভাঁজ, সারারাত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্যান্ডেল হুপিং তো করবেন, নতুন জুতোর আপনাকে দেওয়া পুজোর উপহার ফোসকাকে কিভাবে সামলাবেন?পায়ে জ্বালাপোড়া শুরু হলেই তো হেঁটে পুজোয় ঘোরার আনন্দই মাটি।তবে চিন্তা নেই,রইল কিছু সহজ উপায় যাতে নতুন জুতোও পরবেন ঘোরার আনন্দও হবে।


জুতো পরার আগের দিন রাতে কোনও ময়শ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ভাল করে মাখিয়ে রাখুন জুতোর গায়ে। সারারাত ও ভাবেই রাখুন। সকালে কোনও কাপড় দিয়ে তা মুছে পায়ে গলান জুতো। বাইরে থেকে বাড়ি ফিরে অবশ্যই পা পরিষ্কার করে ধুয়ে নিন।

জুতোর কোনও অংশের চামড়ার সঙ্গে ত্বকের ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে।তাই অংশগুলোতে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারারাত রেখে দিন। এতে জুতোর চামড়া নরম হবে।

ফোস্কার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ড এড লাগান। সুযোগ পেলেই চেষ্টা করুন জুতো খুলে রেখে পায়ে একটু হাওয়া লাগাতে।ঘাম শুকোলে ফোস্কা পড়ার সম্ভাবনা কম।এতে তাড়াতাড়ি ক্ষত ঠিক হবে।

ফোস্কা থেকে তৈরি হওয়া ক্ষতে দিনে বার তিনেক মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে লাগিয়ে দিন। ফোস্কা শুকোতে এটা খুব ভালো কাজ করে।


জুতো কেনার আগে অবশ্যই মাথায় রাখুন কমফোর্টের বিষয়। স্টাইলের কথা শুধু চিন্তা করলে কিন্তু মুশকিল। তাই জুতোর গুণগতমান বুঝে নিন। দেখে নিন জুতোর চামড়া সঠিক কিনা। গোড়ালির আরামের ব্যাপারটিও বুঝে নিন জুতো কেনার সময়।

অ্যালোভেরা ফোস্কা সারিয়ে তুলতে কার্যকর। অ্যালোভেরার ক্ষত কমানোর ক্ষমতা আছে। ক্ষতস্থানের ফোলা ভাব এবং জ্বালা কমাতেও সাহায্য করে। ফোস্কা সারিয়ে তুলতে অ্যালো ভেরা জেল লাগিয়ে শুকিয়ে নিন। জেল শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে তিন বার লাগালেই অনেকটা স্বস্তি পাবেন।

গ্রিন টি-রও প্রদাহ কমানোর ক্ষমতা আছে। এটি ভিটামিন এবং অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ। গরম জলে বেকিং সোডা মিশিয়ে একটি টি ব্যাগ ডুবিয়ে রাখুন। তারপর ব্যাগটি ঠান্ডা হতে দিন। টি ব্যাগটি নিয়ে ফোস্কার জায়গায় বেশ কিছু ক্ষণ লাগিয়ে রেখে দিন। বেকিং সোডার অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে। তা সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। দিনে দু’তিনবার  করলেই সুফল মিলবে।

  ফোস্কার উপর আপনি বরফের সেঁক দিতে পারেন। একটা কাপড়ে বরফ বেঁধে নিন।
সেটি ফোস্কার উপর আলতো করে চেপে রাখুন। ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে পারেন। টানা ১০-১৫ মিনিট এই বরফের সেঁক দিন। এতে আপনার জ্বালা কমে যাবে অনেকটাই। ফোস্কার ব্যথা থেকে সঙ্গে সঙ্গে আরাম পাবেন।