ঠিক যেন যুদ্ধের ময়দান, বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীনের থিমে এবারও বড় চমক

পুজো মণ্ডপ নাকি যুদ্ধের ময়দান? প্রথমবার যেখানে পা রাখলে চোখ ধাঁধিয়ে যাবে সাধারণ মানুষের। পুজো মণ্ডপে রাখলেই যুদ্ধের ময়দান বলেই মনে হবে সকলের। চোখ ধাঁধানো পুজো মণ্ডপে আবারও সাড়া ফেলতে চলেছে বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন।

Durga Puja 2024 Vidyasagar central Sarbojonin pujo theme War gnr

আজকাল ওয়েবডেস্ক: পুজো মণ্ডপ নাকি যুদ্ধের ময়দান? প্রথমবার যেখানে পা রাখলে চোখ ধাঁধিয়ে যাবে সাধারণ মানুষের। পুজো মণ্ডপে রাখলেই যুদ্ধের ময়দান বলেই মনে হবে সকলের। চোখ ধাঁধানো পুজো মণ্ডপে আবারও সাড়া ফেলতে চলেছে বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন। 

দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন পুজো কমিটির এবার থিম 'যুদ্ধ'। ৭৫ তম বর্ষে শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে সেজে উঠছে মণ্ডপ। মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হচ্ছে যুদ্ধের থিম। যে পুজোর মাতৃ প্রতিমা গড়ে তুলছেন প্রতিমা শিল্পী সনাতন দিন্দা। 

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীনের পুজো উদ্যোক্তাদের বক্তব্য, 'সাম্প্রতিককালে যুদ্ধের কি খুবই প্রয়োজন? যা সামাজিক পারিবারিক অর্থনৈতিক উন্নতিতে বাধা দেয়। যুদ্ধ করে আদপে কি মেলে, শরীর ও মনের রক্তক্ষরণ ছাড়া?' যুদ্ধের বিরুদ্ধে এবার গর্জে ওঠার এটাই আসল সময় বলে মনে করছেন তাঁরা। 

সত্যজিৎ রায়ের ভাষায়, 'তোরা যুদ্ধ করে করবি কি তা বল?' সমাজ ও মানব ধর্মকে বাঁচানোর স্বার্থে মুনি, ঋষি, কবি-সাহিত্যিকদের স্মরণ করবে এই পুজো কমিটি। পাশাপাশি এই বার্তাও দেওয়া হবে, শান্তির পৃথিবীর, যা রেখে থাকবে আগামী প্রজন্মের জন্য।