পুজোয় রাই কিশোরীর কালেকশনের টনির শাড়িতে হয়ে উঠুন অনন্যা

Durga Puja 2024 Fashion সিল্ক থেকে তসর, পুজোর সাজে থাকা চাই শাড়ি। সপ্তমী থেকে দশমী, তাই অভিনব সাজে সাজিয়ে তুলতে রায় কিশোরী কালেকশন এনেছে নিত্যনতুন শাড়ির সম্ভার।

Durga Puja 2024 Saree Fashion with Rai Kishori Collection

আজকাল ওয়েব ডেস্ক: চারিদিকে পুজোর প্রস্তুতি তুঙ্গে। আর শাড়ি ছাড়া পুজোর সাজ যেন সম্পূর্ণ হয় না! যতই সারা বছর কুর্তি, চুড়িদার পরে থাকুক না কেন, দুর্গাপুজোয় বাঙালি মেয়েরা শাড়ি পরবে না, তা হতেই পারে না। সিল্ক থেকে তসর, পুজোর সাজে থাকা চাই শাড়ি। সপ্তমী থেকে দশমী, তাই অভিনব সাজে সাজিয়ে তুলতে রাই কিশোরী কালেকশন এনেছে নিত্যনতুন শাড়ির সম্ভার।

রাই কিশোরী কালেকশন মানেই অভিনবত্বের ছোঁয়া। এবছর পুজোয় সপ্তমীর জন্য রায় কিশোরী কালেকশন এনেছে সিল্ক এবং মটকার কম্বিনেশনের উপর বেনারসি প্যাচওয়ার্ক। অনেক বনেদি বাড়িতে দুর্গাপুজোতে ট্রাডিশনাল পড়ার ঐতিহ্য রয়েছে। সেক্ষেত্রে হেল ফ্যাশন শাড়ির সঙ্গে পুরনো বেনারসির ঐতিহ্যকে বজায় রেখে রায় কিশোরী কালেকশন এনেছে নেটের ব্লাউজ। সঙ্গে মটকা সিল্কের কমিনেশনে বেনারসি প্যাচওয়ার্ক। সপ্তমীতে এই ধরনের শাড়ির সাজে নিজেকে সাজাতেই পারেন।


অষ্টমী মানেই লাল সাদা। পুজোর তৃতীয় দিনে রাই কিশোরীর দারুণ কালেকশনে সেজে উঠতে পারেন। খাদি জুটের সঙ্গে এই প্রথমবার টনির এমব্রয়ডারি কাজের শাড়ি এনেছে রাই কিশোরী কালেকশন। যা আপনার অষ্টমীর সাজের লুককে গ্ল্যামারাস লুক নিয়ে আসবে।

নববী মানে হাইফ্যাশন। আর  এবছর মার্কেটে ডিজিটাল প্রিন্টের চাহিদা  ভীষণ। তাই ডিজিটাল প্রিন্টের সঙ্গে ডিজাইনার নেটের ব্লাউজ নবমীতে নজর কাড়া লুক দেবে।  


দশমীর বিষাদের সুরে থাকুক সাবেকি সাজ। তাই রাখতে পারেন লিনেনের সঙ্গে হ্যান্ড এমব্রাইডারি মিক্স ম্যাচ। সঙ্গে সাবেক ফিল বসানো ব্লাউজ সবার থেকে আপনাকে আলাদা রাখবেই ।