শিউলির গন্ধ আর পলাশের ছোঁয়ায় এডিনবরার দুর্গাপুজো যেন একফালি কলকাতা

কলকাতার দুর্গাপুজো মানেই হাজার রঙের আলো, প্যান্ডেলের ঝলমলানি, ঠাকুর দেখার ভিড় আর রাতভর আড্ডা। কিন্তু এ বছর, পুজো শুরু হতে আর কদিন বাকি থাকতেই মন খারাপের সুর ভেসে আসছে দেশ থেকে প্রবাস পর্যন্ত।

Edinburgh durga puja celebration 2025
Social Media

সৌরভ গোস্বামী: কলকাতার দুর্গাপুজো মানেই হাজার রঙের আলো, প্যান্ডেলের ঝলমলানি, ঠাকুর দেখার ভিড় আর রাতভর আড্ডা। কিন্তু এ বছর, পুজো শুরু হতে আর কদিন বাকি থাকতেই মন খারাপের সুর ভেসে আসছে দেশ থেকে প্রবাস পর্যন্ত। উৎসবের আনন্দের ভেতরেই যেন লুকিয়ে আছে বেদনার ছায়া। দুর্গাপুজো আজ আর কেবল বাংলার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। লন্ডন থেকে মেলবোর্ন, টরন্টো থেকে এডিনবরা—সবখানেই এই উৎসব বাঙালির সাংস্কৃতিক পরিচয় বহন করে নিয়ে যায়। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায়ও চলছে তারই প্রস্তুতি। এখানে দুর্গাপুজোর আয়োজন করে সাবাশ (Scottish Association of Bengali Arts and Sanskritik Heritage), যেটি ২০১৪ সালে কয়েকজন বাঙালির আড্ডার টেবিলে ভাবনার বীজ রোপণ হয়েছিল। এখন সেটি গড়ে উঠেছে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক সংগঠনে।

আরও পড়ুন: 

ঋতবীণা চক্রবর্তী, যিনি বর্তমানে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের গবেষক, জানালেন—“এখানে নিয়মের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হয় না। একেবারে পাঁচদিনের পূজো হয়, তিথি মেনে। মন্ত্রোচ্চারণ থেকে পুষ্পাঞ্জলি—সবকিছু নিজেদের হাতে করা হয়"।  প্রবাসের পুজো কেবল পূজার্চনার মধ্যে সীমাবদ্ধ নয়। স্থানীয় মানুষদের অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। বাঙালি শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, গান-কবিতা আবৃত্তি, এমনকি অবাঙালি প্রতিবেশীদেরও অংশগ্রহণে পুজো পরিণত হয় এক আন্তঃসাংস্কৃতিক উৎসবে। পুজোর পুরোহিতও এখানকার একজন বাঙালি ডাক্তার—ড. গৌরব চ্যাটার্জি। তিনি পূজোর যাবতীয় আচার নিজেই সম্পন্ন করেন, জানান ঋতবীণা। 

তবু প্রবাসের আকাশে ভেসে ওঠে কলকাতার পুজোর ছবি। শিউলিফুলের গন্ধ, পাড়ার নাটকের মহড়া, কিংবা অঞ্জন দত্ত-সুমন-নচিকেতার,আশা,লতার সুরে রাত জাগা—সবই আজ স্মৃতির ঝাঁপি থেকে বেরিয়ে আসে। মনে পড়ে, থিম প্যান্ডেলের আগের দিনে যখন মাঝকলকাতার প্যান্ডেলে হঠাৎ দেখা যেত তাজমহল কিংবা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। এখন দূরদেশে থেকেও সেই আবহ তৈরি করার চেষ্টা করেন প্রবাসী বাঙালিরা। এডিনবরার গ্রান্টন ক্যাম্পাসে তৈরি প্যান্ডেল তাই একরকম কলকাতার ক্ষুদ্র প্রতিরূপ।  এডিনবরার দুর্গাপুজো আজ প্রমাণ করছে, যত দূরেই থাকুক না কেন, বাঙালির হৃদয়ে দুর্গাপুজো মানে একটুকরো কলকাতা, একটুকরো বাড়ি ফেরার আনন্দ।