কলকাতার ম্যাডক্স স্কোয়ারের ধাঁচে টাইম স্কোয়ারে দুর্গোৎসব! অক্টোবরের প্রথম দু’দিন বিদেশের মাটিতে তুমুল হইচই

শ্রাবণ একেবারে শেষে এসে দাঁড়িয়েছে। এখানে এখনও বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে শ্রাবণের এই শেষ বেলা থেকেই আপামর বাঙালির যেটা মনে হয়, তা হল, ‘পুজো আসছে’।

Durga Puja 2025: this year Durga Puja festival to be celebrated in New York Times Square
নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দু’দিন ধরে পালিত হবে দুর্গোৎসব। নিজস্ব চিত্র।

আজকাল ওয়েবডেস্ক: শ্রাবণ একেবারে শেষে এসে দাঁড়িয়েছে। এখানে এখনও বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে শ্রাবণের এই শেষ বেলা থেকেই আপামর বাঙালির যেটা মনে হয়, তা হল, ‘পুজো আসছে’। এবার মুগ্ধ বালক হাঁ করে আকাশে দেখবে পেঁজা মেঘ। বাঁশ বাঁধা তৈরি হবে পাড়ায় পাড়ায়। স্কুল ফেরৎ তাতে খেলাধুলো হবে বিস্তর। ঠাকুরের গায়ের মাটি শুকোবে দিনে দিনে। কেউ কেউ ভোর হতেই শিউলি ফুল কুড়িয়ে নেবে আঁচলে। স্কুলের পড়ুয়ারা দিন গুনবে, আর কদিন পরে পুজোর ছুটি পড়বে? শ্রাবণ ডিঙিয়ে ভাদ্র এলে, দিন গোনা ছাড়া, বাঙালির আর উপায় কী? এবার আবার পুজো একটু আগেই। 

এই ‘পুজো আসছে, পুজো আসছে’র সময়ে যাঁরা রাজ্যে নেই, এমনকি দেশে নেই, যাঁরা কাজের খাতিরে রয়ে গিয়েছেন সাত সমুদ্র তেরো নদী পাড়ে, তাঁরা কী করছেন জানেন? অবশ্যই, তাঁরাও দিন গুনছেন। শুধু দিন গুনছেন না, তাঁদেরও প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। হইহই করে। একবার ফোন কলকাতায়, একবার ফোন প্রবাসী প্রিয় বন্ধুকে। একবার খোঁজ প্রতিমার, একবার খোঁজ ছোলার ডালের। তেমনই বিদেশ বিভুঁইয়ের এক পুজোর খোঁজ এখানে।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দু’দিন ধরে পালিত হবে দুর্গোৎসব। রবিবার, ১০ আগস্ট, ২০২৫, কুইন্সের জ্যাকসন হাইটসে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই উদ্যোগের কথা। জানা গিয়েছে বাঙালি নিজেদের ছোটবেলাকেই সাজিয়ে রাখবেন বিদেশের পুজোতে।

আরও পড়ুন: এক হাতেই গড়েন দশ হাতের নিখুঁত দুর্গাপ্রতিমা, সংগ্রামের অপর নাম ধনঞ্জয়

কেমন বিষয়টা? তথ্য, টাইমস স্কোয়ারের পুজোতে থাকবে কলকাতার ম্যাডক্স স্কোয়ারের এবং ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পূজার পরিবেশের ধাঁচ। টাইমস স্কোয়ারের ফাদার ডাফি স্কোয়ারে, লাল সিঁড়ির পাশেই হবে সমগ্র আয়োজন। পুজোর আয়োজনে রয়েছে টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন। ১ এবং ২ অক্টোবর, নবরাত্রির সময়েই হবে দুর্গা পুজো।
 
কেমন হবে সেই পুজো মণ্ডপ? তাতেও অবশ্যই কলকাতার ছোঁয়া। জানা গিয়েছে, কলকাতার বিশিষ্ট শিল্পীদের দ্বারা সজ্জিত থিম পৌঁছে যাবে সেখানে। ধীরে ধীরে সেজে উঠবে পুজো মণ্ডপ হিসেবে। আর প্রতিমা? তাও পাড়ি দেবে কলকাতা থেকেই। গায়ে থাকবে কুমোরটুলির মাটি। কুমারটুলি শিল্পী প্রদীপ রুদ্র পাল দুর্গার একটি বিশেষ প্রতিমা তৈরি করবেন। সেই প্রতিমার আরাধনা হবে সেখানে। উৎসবে প্রতিদিন আরতি, পূজা এবং ঢাকা ও কলকাতার শিল্পীদের লাইভ পরিবেশনা থাকবে। আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ। 

রবিবারের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশনের সদস্যরা। উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক, সভাপতি শশধর হাওলাদার, সহ-সভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাশগুপ্ত এবং উপদেষ্টা কমিটির সদস্য মিলন আওন এবং নির্মল পাল। সংগঠনের মুখপাত্র বিশ্বজিৎ সাহা সংবাদ মাধ্যমে পুজো-প্রসঙ্গে জানিয়েছেন, ‘টাইমস স্কোয়ার উৎসবের লক্ষ্য হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সকল সংস্কৃতির মানুষকে একত্রিত করা। যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন। পুজো প্রাঙ্গন সকলের জন্যই মুক্ত।’ পুজো সংক্রান্ত আরও নানা তথ্য মিলবে timessquaredurgautsav.org-তে।

ইতিমধ্যেই সিএবি, উত্তর আমেরিকা বাঙালি সম্মেলনের আয়োজক এবং বেদান্ত সোসাইটি অফ বাংলাদেশ-সহ একাধিক সংগঠন এগিয়ে এসেছেন সদর্থক ভূমিকা নিয়ে।