এবার পুজোয় আসল 'অসুর', তুলকালাম বৃষ্টিতে মাটি হয়ে যাবে ঠাকুর দেখা

এবার পুজোয় ঠাকুর দেখা মাটি করবে অসুর বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে।

Weather Outlook during Durga Puja Festival gnr

আজকাল ওয়েবডেস্ক: এবার পুজোয় ঠাকুর দেখা মাটি করবে অসুর বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে। ৫ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।


ভারতের মৌসম ভবন জানিয়েছে, অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে। রাজ্যে অক্টোবরের প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা। তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা। অক্টোবর মাসের ১৫ তারিখের পর বৃষ্টি কমতে পারে।


এমনিতেই এবার দেবীর দোলায় আগমন। তাই প্রবল ঝড়বৃষ্টি হতে এটাই তো স্বাভাবিক। অক্টোবর মাসে বৃষ্টির লেট ইনিংসের ফলে ভুগবেন পুজোপ্রেমী মানুষরা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে।


 আবহাওয়ার উন্নতি হবে। উত্তর মধ্য মহারাষ্ট্র থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা দক্ষিণ বাংলাদেশ থেকে উত্তরের দিকে অনেকটা সরে গেছে। এটি মধ্য মহারাষ্ট্র বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় ধীরে ধীরে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।


উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। আপাতত চার পাঁচ দিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার জেলাতে। মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।