যমরাজের প্রাসাদ "কালিতরি" ফুটিয়ে তোলা হয়েছে কলকাতার এই দুর্গাপুজোর মন্ডপে
বিষ্ণুপুরাণ মতে যমরাজের প্রাসাদের নাম কালিতরি। এবারের মন্ডপে নরক এবং স্বর্গ দেখানো হয়েছে।নরক যেখানে পাপ কাজের শাস্তি এবং স্বর্গ যেখানে ভাল কাজের ফল দেখানো হয়েছে।
আজকাল ওয়েবডেস্ক : এই বছর মানিকতলা ও বিডন স্ট্রিট পল্লীস্থ সর্বজনীন শারদীয়া পুজোর ভাবনা " কালিতরি"। পুজো কমিটির সম্পাদক শঙ্কর বাগ আজকাল ডট ইনকে জানিয়েছেন, "আমাদের এবারের ভাবনা কালিতরি। বিষ্ণুপুরাণ মতে যমরাজের প্রাসাদের নাম 'কালিতরি'।
এবারের মন্ডপে নরক এবং স্বর্গ দেখানো হয়েছে।নরক যেখানে পাপ কাজের শাস্তি এবং স্বর্গ যেখানে ভাল কাজের ফল দেখানো হয়েছে।" তিনি আরও বলেছেন, 'বর্তমান সময়ে মানুষ পাপ পূর্ণের কর্মফল সম্পর্কে ভুলে চলেছে যার ফলে মানব সমাজ পাপ কাজের ফল সম্পর্কে অবগত না হয়ে পাপকাজ করেই চলেছে"।
সমাজকে পাপমুক্ত করার জন্যই এই চিন্তাভাবনা পুজো কমিটির। মণ্ডপ সৃজনে ছিলেন সমীরণ মজুমদার, সহযোগিতায় রামদুলাল কালচারের সদস্যবৃন্দ। এখানে প্রতিমা শিল্পী গৌতম সেন এবং মণ্ডপ সজ্জায় রাকেশ ডেকোরেটার্স।