পুজোয় কবে কী রঙের পোশাক পরলে শুভ? ষষ্ঠী থেকে দশমী, এইভাবে সাজলেই পাবেন দুর্গার আশীর্বাদ
Durga Puja 2024 পুজোয় নতুন জামা কেনার সময়ে শুধু ট্রেন্ড নয়, কোন দিন কোন রঙের পোশাক আপনার জন্য শুভ, তা খেয়াল রাখাও জরুরি।
আজকাল ওয়েব ডেস্ক: ঢাকের বাদ্যি বাজল বলে! বছর ঘুরে হাজির বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কেনা কাটা সহ পুজোর যাবতীয় প্রস্তুতি তুঙ্গে। পুজোয় যেমন তেমন রঙের পোশাক পরলে তো চলবে না! কারণ সঠিক রং বুঝে পোশাক পরলেই যে পাবেন দেবী দুর্গার আশীর্বাদ। তাই পুজোয় নতুন জামা কেনার সময়ে শুধু ট্রেন্ড নয়, কোন দিন কোন রঙের পোশাক আপনার জন্য শুভ, তা খেয়াল রাখাও জরুরি। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
ষষ্ঠীতে বোধনের দিন দুর্গাকে কাত্যায়নী রূপে পুজো করা হয়। সেই হিসাবে কাত্যায়নীর পছন্দের রঙ লাল। তাই ষষ্ঠীর দিন লাল রঙের পোশাককেই শুভ বলে গণ্য করা হয়।
সপ্তমীতে দেবীর কালরাত্রি রূপের পুজো করা হয়। দুর্গার এই রূপের প্রিয় রঙ হল নীল। তাই সপ্তমীতে নীল রঙের পোশাক পরলেই পাবেন দুর্গার আশীর্বাদ।
অষ্টমীতে দুর্গার মহাগৌরী রূপ পুজো হয়। মহাগৌরীর প্রিয় রঙ হল গোলাপি। তাই অষ্টমীর সন্ধেয় নতুন পোশাকের রঙও গোলাপি হলে দেবীর আশীবার্দ পাওয়া যায় বলে মনে করা হয়।
নবমীতে দুর্গার সিদ্ধিধাত্রী রূপের পুজো করা হয়। দেবীর এই রূপের পছন্দের রঙ বেগুনি। পুজোর চতুর্থ দিনের জন্য বেগুনি রঙের নতুন পোশাক রাখতে পারেন।
দশমীতে দেবীকে বরণ করার রাখুন সাদা ও লাল পোশাক। এই রং সুখ-সমৃদ্ধির লক্ষণ। শাস্ত্র অনুসারে, এদিন পান পাতায় দেবীর চোখের জল মোছার সময়ই, মনের ইচ্ছের কথা বললে পরের বছর সেই ইচ্ছেপূরণ হয়।
যদিও শুধু ষষ্ঠী নয়, প্রতিপদ থেকেই রং অনুযায়ী পোশাক পরলে শুভ ফল পাওয়া যায়। মহালয়ার পরের দিন হল প্রতিপদ। নবরাত্রি অনুসারে এদিন দেবী শৈলপুত্রীর পুজো করা হয়। এদিন হলুদ রঙের পোশাক পরা সবচেয়ে শুভ। অবাঙালি সম্প্রদায় নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর আরাধনা করেন। দেবীর এই রূপ সবুজ রং ভালোবাসেন। তাই দ্বিতীয়াতে সবুজ রঙের পোশাক পরা শুভ।
নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা হন দেবী চন্দ্রঘণ্টা। কথিত রয়েছে, এই দিনে বাদামী রঙের পোশাক পরলে তুষ্ট হন দেবী। দেবীপক্ষের চতুর্থ দিনে কুশ্মাণ্ডার পুজো করা হয়। চতুর্থীতে ঠাকুর দেখতে বেরোলে কমলা রঙের পোশাক পরতে পারেন। পঞ্চমীতে পূজিতা হন দেবী স্কন্দমাতা। পঞ্চমীর জন্য শুভ রং হল সাদা। তাই পঞ্চমীর জন্য নির্দিষ্ট রাখুন নিজের সাদা রঙের পোশাকটি।