পুজোয় ঘরে ফেরার সঙ্গী! শিউলির গন্ধে, ঢাকের তালে মুক্তি পেল ‘আইলো উমা বাড়িতে’

Durga Puja 2025: গানটি শুধু গানই নয়, এটি ঐতিহ্য এবং আধুনিকতার সেতুবন্ধন, যেখানে আবেগ, ভক্তি এবং ঐক্যের রঙ মিলেমিশে একাকার।

Pujo song ailo uma barite released

শহর যখন আলোকোজ্জ্বল আর বাতাস ভরে উঠছে শিউলি ফুলের মিষ্টি গন্ধে— সেই সময় অমলাদিত্যাস ফিল্মস অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস  বাংলার দর্শকদের জন্য নিয়ে এল উৎসবের এক সুরেলা উপহার। বহু প্রতীক্ষিত মিউজিক ভিডিও ‘আইলো উমা বাড়িতে’ উদ্বোধন হল ১৬ সেপ্টেম্বর। সল্টলেকের চেক অ্যান্ড মেট ক্যাফে-তে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশ্যে এল গান।

হৃদয়স্পর্শী এই পুজোর গান ‘আইলো উমা বাড়িতে’ ফুটিয়ে তুলেছে দুর্গাপুজোর আসল উচ্ছ্বাস— মা দুর্গাকে বরণ, আনন্দ-উল্লাস, শৈশবের স্মৃতি আর একাত্মতার আবহ। গানটি শুধু গানই নয়, এটি ঐতিহ্য এবং আধুনিকতার সেতুবন্ধন, যেখানে আবেগ, ভক্তি এবং ঐক্যের রঙ মিলেমিশে একাকার।

উৎসবের গানের সঙ্গে অভিনয়ে প্রাণ ঢেলেছেন মিষ্টি সিংহ রায় ও সৌমী মুখোপাধ্যআয়। বিশেষত, সৌমীর কণ্ঠে গানটি এক অন্য মাত্রা পেয়েছে, যা দর্শক এবং শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে। সুরারোপ করেছেন অমিত মিত্র এবং গান লিখেছেন অর্পণ সানা— এক অনবদ্য সুর-কথার মেলবন্ধন।

চিত্রনাট্য রচনা এবং পরিচালনায় আছেন শ্রীকান্ত জার প্রিন্স, আর প্রযোজনায় কেশবানন্দ মুখোপাধ্যায়। তাঁদের স্বপ্ন, এটিকে শুধু একটি গান হিসাবে নয়, বরং দুর্গাপুজোকে কেন্দ্র করে এক বৃহৎ সাংস্কৃতিক উদযাপন হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়া।

গানটি মুক্তি পেয়েছে অমলাদিত্যাস ফিল্মস-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, ফলে বাংলা ও বাংলার বাইরেও দর্শকেরা সহজেই ‘আইলো উমা বাড়িতে’র সুরে মাতোয়ারা হতে পারবেন। পাশাপাশি গানটির অডিও ট্র্যাক শোনা যাবে নানা সঙ্গীত প্ল্যাটফর্মগুলোতেও, যাতে সারা বিশ্বের শ্রোতার কাছে পৌঁছে দেওয়া যায় এই সুরেলা উপহার।

নির্মাতারা মনে করছেন, উৎসবের রঙিন দৃশ্য, ভক্তির আবেশে ভরা সুর আর মনোমুগ্ধকর পরিবেশনায় এই মিউজিক ভিডিও নিঃসন্দেহে হয়ে উঠবে এ বছরের দুর্গাপুজোর অন্যতম প্রিয় সুর। তাঁদের কাথায়, “দুর্গাপুজো শুধু আচার নয়, এটি আবেগের এক মহা-মিলনমেলা। প্রতিটি বরণ, প্রতিটি ঢাকের আওয়াজ, প্রতিটি হাসি পরিবারের ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ। ‘আইলো উমা বাড়িতে’ আমাদের এক আন্তরিক প্রয়াস, যাতে এই উৎসবের জাদু ধরা পড়ে গানে এবং দৃশ্যে।”

মিউজিক ভিডিওর সঙ্গে প্রত্যেকটি শিল্পী চান, পুজোয় সুর হয়ে উঠুক ঘরে ফেরার সঙ্গী। আনন্দ, নস্টালজিয়া আর ভক্তির আবেশে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত।
‘আইলো উমা বাড়িতে’ হয়ে উঠুক এ বছরের উৎসবের হৃদয়ের সুর।