উৎসবের আলোয় আলোকিত পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম! সাংবাদিকতার ছাত্রছাত্রীরা পড়ালেন মানবিকতার পাঠ
Durga Puja 2025: ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, সকাল ১১টায় ‘পুজা পরিক্রমা’ শুরু হয়েছিল। গন্তব্য ছিল পুরুলিয়ার কেন্দায় রাজনোয়াগড় নামে এক ছোট্ট শবর গ্রাম।

শহর মেতে উঠেছে পুজোয়। নতুন জামা-জুতো, ভুরিভোজ আর একরাশ আনন্দ নিয়ে আসে দুর্গোৎসব। কিন্তু সেই আনন্দ কি সকলের কাছে পৌঁছয়? শহরগুলো যেমন আলো আর উদযাপনে উজ্জ্বল, দূরবর্তী গ্রামগুলোতে তেমন অনেকেই সেই উৎসবের আনন্দ থেকে দূরে থাকেন। এই ফাঁক পূরণের জন্য গত ১৪ বছর ধরে কলকাতার মহারাজা মনিন্দ্র চন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের পড়ুয়া এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা একটি মানবিক উদ্যোগ ‘পুজা পরিক্রমা’ চালিয়ে আসছেন। চলতি বছর এর ১৫তম বর্ষপূর্তি।
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, সকাল ১১টায় ‘পুজা পরিক্রমা’ শুরু হয়েছিল। গন্তব্য ছিল পুরুলিয়ার কেন্দায় রাজনোয়াগড় নামে এক ছোট্ট শবর গ্রাম। যেখানে আধুনিকতার ছোঁয়া এখনও পায়নি দৈনন্দিন জীবন। স্থানীয় ২৫০টি শিশু এবং মহিলাদের জন্য নতুন পোশাক এবং শাড়ি কেনা হয়, যা পুরোপুরি এই বিভাগের শিক্ষকেরা এবং শিক্ষার্থীদের অনুদান এবং অন্য বিভাগের শিক্ষকদের উদার সহযোগিতায় এসেছে।
এই উদ্যোগের মূলমন্ত্রটি সহজ। সমাজ থেকে শুধুই নেওয়া নয়, অনেকটা ফিরিয়ে দেওয়ার নামই মনুষ্যত্ব। শিক্ষার্থীরা সাংবাদিকতার পাঠের পাশাপাশি এই মূল্যবোধও আত্মস্থ করেছেন। এই বছর তাঁরা নিজের হাতে তৈরি একটি দুর্গা প্রতিমা গ্রামে নিয়ে যান। পাশাপাশি একটি বৃক্ষরোপণ কার্যক্রমও করেন।
সঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ এবং স্থানীয় ভাষায় অনুষ্ঠান—এভাবেই পুজোর আনন্দ পৌঁছে গেল প্রত্যন্ত সেই গ্রামে। পরিবেশিত হল গ্রামবাসীদের পছন্দমতো খাবারও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হৈহৈ করে মেতে থাকলেন সকলে। ১৫ বছর ধরে এই বিভাগ তাদের নিজস্ব উৎসবের খরচ থেকে বাঁচিয়ে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করছে।