বাড়িতে ছোট্ট দুর্গা প্রতিমা কিংবা ম্যুরাল সাজিয়ে রেখেছেন? আদৌ কি গৃহস্থের এ কাজ করা উচিত? কী বলছে বাস্তুশাস্ত্র?

Durga Pujo 2025: বাড়িতে দুর্গা ঠাকুরের ছোট ম্যুরাল রাখা উচিত কি?

Durga Puja 2025: should you keep small Ma Durga Idol inside house?
ছোট্ট দুর্গা প্রতিমা
Durga Puja 2025: should you keep small Ma Durga Idol inside house?

আজকাল ওয়েবডেস্ক: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। কমবেশি সকলেই মায়ের আগমনের প্রস্তুতিতে মগ্ন। বছরের এই চারটি দিন দুর্গা হয়ে ওঠেন বাঙালির গৃহস্থ কন্যা। কিন্তু অনেক সময় দেখা যায়, বাড়ির অন্দরেই মাতৃরূপী দেবীর ছোট্ট প্রতিকৃতি বা ম্যুরাল রাখেন অনেকে। কিন্তু এই ধরনের ম্যুরাল কিংবা প্রতিকৃতি রাখা কি আদৌ সংসারের জন্য ভাল?

বাড়িতে দুর্গা ঠাকুরের ছোট ম্যুরাল রাখা উচিত কি না, এবং রাখলে কোন দিকে রাখা শ্রেয়, এই প্রশ্ন এখন অনেকের মধ্যেই উঁকি দেয়। সাম্প্রতিক কালে গৃহসজ্জার ক্ষেত্রে বাস্তু শাস্ত্র এবং আধ্যাত্মিক উপাদানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে দেবদেবীর প্রতিমূর্তি কিংবা ম্যুরাল বাড়ির পরিবেশে কেবল সৌন্দর্যই আনে না, বরং বিশ্বাস করা হয় যে সঠিক ভাবে স্থাপন করলে তা ইতিবাচক শক্তি প্রবাহিত করে। দুর্গা ঠাকুরের ম্যুরালও সেই ধারারই অংশ।

অনেক পুরোহিত ও বাস্তু বিশেষজ্ঞের মতে, দুর্গা ঠাকুর শক্তির প্রতীক। তিনি মহিষাসুরমর্দিনী, যিনি অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করেন। বাড়িতে তাঁর প্রতীকী রূপ স্থাপন মানে শক্তি, সাহস এবং সুরক্ষার আশীর্বাদ পাওয়া। তাই ঘরে ছোট একটি দুর্গা ম্যুরাল রাখা যথেষ্ট শুভ বলে ধরা হয়। তবে কোথায় ও কীভাবে রাখা হবে, সেই বিষয়টি গুরুত্বপূর্ণ।

বাস্তু শাস্ত্র অনুযায়ী, দেবীর ছবি বা ম্যুরাল রাখার জন্য উত্তর-পূর্ব (ঈশান) কোণটি সবচেয়ে শুভ। এই কোণকে দেবস্থান বা পূজাস্থানের জায়গা হিসেবে মানা হয়। এখানে দেব দেবীর মূর্তি রাখলে পরিবারের উপর ইতিবাচক প্রভাব পড়ে এবং পরিবারের সকলের মানসিক শান্তি বজায় থাকে। যদি উত্তর-পূর্ব কোণে জায়গা না থাকে, তবে পূর্ব বা উত্তর দিকও বেছে নেওয়া যেতে পারে। দক্ষিণ বা পশ্চিম দিকে দেবীর ছবি রাখতে সাধারণত নিরুৎসাহিত করা হয়। কারণ মনে করা হয় এই দিকগুলি নিম্ন দিক এবং গৃহস্থের আবাসস্থল।

আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। বাস্তু শাস্ত্র মতে মা দুর্গার চোখ যেন সরাসরি শোবার ঘর বা বাথরুমের দিকে না পড়ে। দেবীকে সর্বদা পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশে রাখা উচিত। তাই যেখানেই ম্যুরাল রাখা হোক না কেন, সেই জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অনেকের বাড়িতে দেওয়ালে ঝুলিয়ে রাখা হয় ছোট ম্যুরাল, আবার কারও বাড়িতে কাঠ বা ধাতব ফ্রেমে সাজানো অবস্থায় থাকে। বিশেষজ্ঞরা বলছেন, কাঠ বা মাটির উপর আঁকা বা খোদাই করা দুর্গা ম্যুরাল বাড়ির ভিতর ইতিবাচক শক্তির প্রবাহকে আরও সুসংহত করে।

এছাড়া, মানসিক দিক থেকেও এর বিশেষ প্রভাব রয়েছে। বাড়ির প্রবেশপথের কাছে বা বসার ঘরের প্রধান দেওয়ালে যদি দুর্গা ম্যুরাল রাখা হয়, তাহলে অতিথিদের উপর ইতিবাচক প্রভাব পড়ে। অনেকে মনে করেন, কর্মজীবনে প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে বা পারিবারিক অশান্তি কমাতে দুর্গা ম্যুরাল কার্যকর ভূমিকা নিতে পারে। তবে এটিকে শুধুই অলঙ্করণ হিসেবে নয়, ভক্তির সঙ্গে গ্রহণ করাই শ্রেয়।

সবশেষে বলা যায়, বাড়িতে দুর্গা ঠাকুরের ছোট ম্যুরাল রাখা একদিকে যেমন গৃহসজ্জার শোভা বাড়ায়, অন্যদিকে এটি শক্তি, সাহস ও শুভশক্তির প্রতীক হয়ে ওঠে। তবে শাস্ত্রীয় নিয়ম মেনে, পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় এবং সঠিক দিক নির্দেশে রাখলেই এর সর্বোত্তম ফল পাওয়া যায়।