ত্রিধারা সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম 'চলো ফিরি'
কলকাতার অন্যতম সেরা পুজো ত্রিধারা সর্বজনীন

গোপাল সাহা, কলকাতা: শহর থেকে জেলা প্রতিটি জায়গায় বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা। শরৎকাল এলেই যেন মনটা আকুপাকু করে, কখন মা আসবেন সপরিবারে। আর আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মেতে উঠব মাতৃ আরাধনায় শারদ উৎসবে। আর এই শারদ উৎসবে শহর কলকাতায় চোখ বাঁধানো আলোর ঝলকানি, আর বিভিন্ন রকমারি থিমের সাজসজ্জা আরও যেন রঙিন করে তোলে। আর সেই আলোর ঝলকানি ও থিমের সাজ সজ্জায় শহর কলকাতার দক্ষিণ ভাগে ত্রিধারা সর্বজনীন দুর্গোৎসবের মন্ডপসজ্জা মাথা উঁচু করে দাঁড়িয়ে বহু ইতিহাসের সাক্ষী বহন করছে।
শুধু তাই নয়, বাংলার ইতিহাসে প্রাচীন দুর্গোৎসবের মধ্যে এই ত্রিধারা সর্বজনীন দুর্গোৎসব তাদের মধ্যে একটি। ১৯৪৭ সালের দেশ মায়ের শৃঙ্খল মোচনের পাশাপাশি মাতৃ আরাধনায় অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন এই ত্রিধারা সার্বজনীন দুর্গোৎসব। আর সেই ধারা ৭৯ বছর ধরে বহন করে আসছেন এই ত্রিধারা দুর্গোৎসব কমিটি। শহর কলকাতার বহু ইতিহাসের সাক্ষী বহন করছে এই ত্রিধারা সর্বজনীন দুর্গোৎসব। আর একই সঙ্গে সেই ঐতিহ্যের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ত্রিধারা দুর্গোৎসব কমিটির সকলের প্রিয় সাধারণ সম্পাদক তথা বিধায়ক দেবাশীষ কুমার। আর এবার এই ত্রিধারা তাদের মাতৃ আরাধনায় পুরনো সংস্কৃতিকে স্থান দিয়ে এবং সেই সংস্কৃতিকে স্মৃতিচারণের জন্য থিমের নাম রেখেছেন 'ফিরে দেখা'।
ত্রিধারা সার্বজনীন দুর্গোৎসব কমিটি কর্মকর্তাদের মতে, আসলে নতুন সংস্কৃতিকে যতই আমরা আলিঙ্গন করি, আর পুরাতনকে পিছনে ফেলে আসলেও তাকে বারবার স্মৃতিচারণ করতে হয় নিজেদের শিক্ষা অর্জনের জন্য এবং ইতিহাসকে রোমন্থনের জন্য। ইতিহাসই তো আমাদের শিক্ষার মূল ভান্ডার, যাকে ছাড়া আমরা একেবারেই অসম্পূর্ণ। তাই সেই কথাকে মাথায় রেখেই এবার ত্রিধারা সার্বজনীন দুর্গোৎসবের থিমের নাম 'চলো ফিরি'।
আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ত্রিধারা শারদ উৎসবের সাধারণ সম্পাদক তথা বিধায়ক দেবাশীষ কুমার বলেন, "ভারতের পুরনো ভাস্কর্য এবং সংস্কৃতি যে কতটা শক্তিশালী ছিল সেটাকেই তুলে ধরা আমাদের এবারের থিমের মূল উদ্দেশ্য। তাই এবারে থিমের নাম 'চলো ফিরি'। সবচেয়ে বড় ব্যাপার অতীতকে ভুলে গেলে চলবে না অতীত আমাদের শিক্ষা দেয়, আর অতীত বলতে ইতিহাস। কাজেই ইতিহাস ছাড়া বর্তমান অসম্পূর্ণ, আর সেই কথাকে মাথায় রেখেই আমাদের এই চিন্তা-ভাবনা।"
তিনি আরও বলেন, "প্রতিবছর এক রকম হলে তো হবে না। মানুষের চিন্তা ভাবনায় বৈচিত্র্য রয়েছে আর সেই কারণেই এবারের চিন্তাভাবনা পুরাতনকে স্মৃতিচারণ করা এবং ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি যে কতটা শক্তিশালী ছিল এবং কতটা উন্নত ছিল তার চিত্রকে আমাদের এই মন্ডপ শয্যার মধ্যে দিয়ে তুলে ধরাই মূল উদ্দেশ্য।"