৭২তম দুর্গাপুজোয় শব্দের আহ্বান, বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাবের থিম ‘শব্দ’ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Durga Puja 2025: বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাব তাদের ৭২তম বর্ষের দুর্গাপুজোয় উন্মোচন করল এক অভিনব থিম— ‘শব্দ’।

আজকাল ওয়েবডেস্ক: বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাব তাদের ৭২তম বর্ষের দুর্গাপুজোয় উন্মোচন করল এক অভিনব থিম— ‘শব্দ’। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি এই প্যান্ডেলের উদ্বোধন করেছেন মঙ্গলবার।
এই বছরের থিম ‘শব্দ’ আমাদের নিয়ে যায় এক আবেগঘন সফরে- প্রকৃতির হারিয়ে যাওয়া শব্দের খোঁজে। পাখির ডাক, পাতার মর্মর ধ্বনি আর জীবনের সেই সহজাত সুর যেগুলি এক সময় আমাদের চারপাশ ঘিরে থাকত, আজ তারা হারিয়ে যাচ্ছে শহুরে কোলাহলের চাপে। এই থিমের মূল আকর্ষণ হল একটি বিশাল ২০ ফুট উচ্চতার পাখির ভাস্কর্য, যা প্রকৃতির মহিমা এবং হারিয়ে যাওয়া শব্দের নিঃশব্দতা— এই দু’য়েরই প্রতীক।
থিমের গভীরতা আরও প্রকট হয়েছে সুব্রত মুখোপাধ্যায় ও কৌশিক বিশ্বাসের মূকাভিনয়ের মাধ্যমে। যা দর্শকদের সামনে তুলে ধরছে পাখিদের নীরব আর্তনাদ— একটি বার্তা দিচ্ছে আমাদের প্রত্যেককে, প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে ভাবার।
অনুষ্ঠানে ক্লাবের কমিটি সদস্য গৌরব বিশ্বাস বলেন, “শব্দ শুধু একটা থিম নয়, এটা একটা সতর্কবার্তা। এক সময় যে পাখির ডাক ছিল আমাদের সকালবেলার সঙ্গী, আজ তা হারিয়ে যাচ্ছে। আমরা চাই, এই থিমের মাধ্যমে মানুষ সচেতন হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শুধু নিঃশব্দতা নয়, প্রকৃতির আসল সুরও অনুভব করতে পারে।”
এই থিমের নেপথ্যে রয়েছেন একঝাঁক প্রতিভাবান শিল্পী ও নির্মাতা। থিমের ভাবনা ও নকশা করেছেন সোমনাথ টামলি। দুর্গামূর্তি গড়েছেন দেবপ্রসাদ হাজরা। আলো ও ছায়ার নাটকীয়তা পরিচালনা করেছেন দীপঙ্কর দে, আর প্যান্ডেল নির্মাণের দায়িত্বে ছিলেন বাপি দাস। পুরো অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলেছেন সামিরণ জানা (চিত্রগ্রহণ ও সম্পাদনা), পৌলমী বসু (গবেষণা), ফারুক শেখ (অঙ্কন ও ডিজাইন), এবং দেবায়ন বন্দ্যোপাধ্যায় (সাউন্ড ও মিউজিক)।
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাবের ‘শব্দ’ এই বছরের দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে — প্রকৃতির স্বাভাবিক শব্দ রক্ষার বার্তা, যাতে একদিন নিঃশব্দতাই না হয় আমাদের একমাত্র পরিচয়।