আসছে আলোর উৎসব, দীপাবলিতে সেজে উঠুক আপনার অন্দরমহল

Diwali 2024 ঘরের রং থেকে গৃহসজ্জা, দীপাবলিতে সবেতেই আনতে পারেন নতুনত্ব। যার জন্য প্রয়োজন নেই প্রচুর খরচের। হাতের কাছের সাধারণ কিছু জিনিসেই বাড়ির উৎসবের সাজ হোক অনবদ্য।

how to decorate your home before diwali 2024

আজকাল ওয়েব ডেস্ক: আসছে আলোর উৎসব দীপাবলি। বাঙালির কালীপুজো। বছরের এই সময়ে আলোয়-আলোয় সেজে ওঠে চারপাশ। বাড়ির অন্দরমহলকেও নতুন করে সাজিয়ে তোলেন অনেকে। শুধুই আলোর বর্ণমালায় নয়, ঘরের রং থেকে গৃহসজ্জা, সবেতেই আনতে পারেন নতুনত্ব। যার জন্য প্রয়োজন নেই প্রচুর খরচের। হাতের কাছের সাধারণ কিছু জিনিসেই বাড়ির উৎসবের সাজ হোক অনবদ্য।

আলোর রোশনাই- মাটির প্রদীপ থেকে নানা ধরনের টুনি বাল্ব, বিভিন্ন ধরনের আলোয় ঘরবাড়ি সাজাতে পারেন। যদিও মাটির প্রদীপের কাছে কৃত্রিম আলো অনেকটাই ফিকে লাগে। দীপাবলির রাতে মাটির প্রদীপে ঘি কিংবা সরষের তেল ঢেলে সলতে দিয়ে জ্বালাতে পারেন। জানলা কিংবা দরজার সামনে রাখলে বাইরে থেকে গোটা বাড়ি আলোকিত হয়ে থাকবে। এছাড়াও বাড়ির মূল দরজার বাইরে অথবা ছাদে রাখতে পারেন আকাশ প্রদীপ।

মোমবাতি- যতই বাজারে ছেয়ে যাক রকমারি টুনি বাল্ব, এখনও অনেকেই দীপাবলিতে সাবেক প্রদীপ জ্বালাতেই বেশি পছন্দ করেন। সাধারণ লম্বা মোমবাতি হোক কিংবা ডিজাইনার ক্যান্ডেল, অনায়াসে বদলে যায় যে কোনও জায়গার লুক। আবার বড় পাত্রে গোলাপের পাপড়ির মাঝে ফ্লোটিং ক্যান্ডেলও ঘরের শোভা অনেক গুণ বাড়িয়ে দেবে। সাজের সঙ্গে উৎসবের দিনে মনও চনমনে রাখবে রকমারি সুগন্ধি মোমবাতি।

ফুল- দীপাবলির গৃহসজ্জার অন্যতম উপকরণ ফুল। তাজা ফুলের সুবাস উৎসবের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়। ঘরের রঙের সঙ্গে ফুলদানিতে রাখতে পারেন মানানসই বাহারি ফুল। এক লহমায় ফুলের ঘ্রাণ এবং সৌন্দর্যে বদলে যাবে অন্দরমহল।

রঙ্গোলি- মূলত অবাঙালি সংস্কৃতির ধারা বাহক হলেও ইদানীং বাঙালিদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে রঙ্গোলি। বাঙালি বাড়িতে আলপনা বলতে সাধারণত ঘড়ি মাটির সাহায্যে লতাপাতা আঁকাকেই বোঝায়। আর রঙ্গোলি হল রঙিন গুঁড়োয় আঁকা নকশা। বাড়ির বাইরে কিংবা ভিতরে বিভিন্ন রঙের নকশার রঙ্গোলি করতে পারেন। রঙের ছাড়াও ফুলের রঙ্গোলিও দারুণ মানায়।

কাচের বোতল আজকাল ব্যবহৃত কাচের বোতলে নানান ডিজাইনের নকশা এঁকে ঘর সাজানোর চল রয়েছে। সেই বোতলের ভিতরে ছোট্ট টুনি বাল্ব ঢুকিয়ে দিলেই দীপাবলির রাতে ঘরে থাকবে আলো-আঁধারির মায়া।

নতুন চাদর, কুশন কভার- দুর্গাপুজো কিংবা পয়লা বৈশাখে নতুন চাদর, কুশন কভার কেনার ঝোঁক থাকে। তবে আজকাল দীপাবলিতেও ঘরের সাজে নতুন ছোঁয়া রাখতে চান অনেকেই। ঘরের রং বা পর্দার রঙের সঙ্গে নতুন বিছানার চাদর কিংবা কুশন কভার রাখলে ঘরের সাজ বেড়ে যায় কয়েক গুণ।

ল্যাম্পশেড- একটি ল্যাম্পশেডই বেডরুম বা ড্রয়িং রুমের লুক নিমেষে বদলে দিতে পারে। ঘর বুঝে বিভিন্ন ডিজাইন, রং কিংবা আকারের ল্যাম্পশেড রাখতে পারেন। বাহারি ল্যাম্পশেড বাড়িয়ে দেবে ঘরের সৌন্দর্য।