ধনতেরাসে সোনা-রুপো নয়, অর্থভাগ্য বদলাতে ঘরে আনুন এই ১০টি গাছ, সারা বছর থাকবে সুখ-সমৃদ্ধি
Dhanteras 2024 কথিত রয়েছে, ধনতেরাসে বিভিন্ন জিনিস কিনলে সদয় হয় অর্থভাগ্য। তেমনই এই দিনে কয়েকটি গাছ কেনা শুভ। তাহলে বাস্তুশাস্ত্র মতে কোন কোন গাছ কিনলে সারা বছর থাকবে সুখ সমৃদ্ধি? জেনে নেওয়া যাক-
আজকাল ওয়েব ডেস্ক: আগামীকাল ২৯ অক্টোবর ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালন করা হয়। কথিত রয়েছে, এই দিনে বিভিন্ন জিনিস কিনলে সদয় হয় অর্থভাগ্য। তেমনই ধনতেরাসে কয়েকটি গাছ কেনা শুভ। তাহলে বাস্তুশাস্ত্র মতে কোন কোন গাছ কিনলে সারা বছর থাকবে সুখ সমৃদ্ধি? জেনে নেওয়া যাক-
১. তুলসি- হিন্দু ধর্মে তুলসি গাছকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে গণ্য করা হয় এবং ভগবানরূপে পুজো করা হয়। শাস্ত্র মতে, বাড়িতে তুলসি গাছ থাকলে স্বাস্থ্যের উন্নতি হয়, দূর হয় আর্থিক সমস্যা। বাড়ির উত্তর, পূর্ব দিকে অথবা উঠোনে তুলসি গাছ রাখলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়ে আসে পজিটিভ এনার্জি।
২. মানি প্ল্যান্ট- মানি প্ল্যান্টকে সুখ-সমৃদ্ধির প্রতীক বলে ধরা হয়। বাড়িতে এই গাছ রাখলে আর্থিক পরিস্থিতির উন্নতি হয়। ঘরের দক্ষিণপূর্ব দিকে মানিপ্ল্যান্ট গাছ রাখা শুভ।
৩. ক্র্যাসুলা- বাস্তুশাস্ত্রে ক্র্যাসুলা প্ল্যান্ট বিশেষ গুরুত্বপূর্ণ। এই গাছ মা লক্ষ্মীর একটি রূপ বলে গণ্য করা হয়। তাই ঘরের প্রবেশের পথে ক্র্যাসুলা রাখলে বাড়ে সুখ-সমৃদ্ধি।
৪. লাকি বাম্বু- বাস্তুশাস্ত্রে বাম্বু প্ল্যান্ট শুভ। এটি সুখ, শান্তি এবং উন্নতির প্রতীক। ঘরের পূর্ব দিকে এউ গাছ রাখলে বাড়বে সম্পদ, উন্নতি হবে স্বাস্থ্যের।
৫. ইন্ডোর পিপল প্ল্যান্ট- হিন্দু ধর্মে পিপল প্ল্যান্টকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। বাড়ির উত্তরপূর্ব দিকে এই গাছ রাখলে যে কোনও নেগেটিভ শক্তি দূর হয়।
৬. সাদা অপরাজিতা- বাস্তুমতে, বাড়িতে সাদা অপরাজিতা গাছ রাখলে আর্থিক সমস্যা দূর হয়। আশীর্বাদ পাওয়া যায় মা লক্ষ্মীর। বাড়ির প্রবেশপথে এই গাছ রাখলে বাড়ে সমৃদ্ধি।
৭. অশ্বগন্ধা প্ল্যান্ট- অশ্বগন্ধা শুধু স্বাস্থ্যের জন্য ভাল নয়, এটি বাড়ির সুখ-সমৃদ্ধিও বাড়ায়। বাড়ির দক্ষিণ দিকে অশ্বগন্ধা রাখলে শান্তি বজায় থাকে।
৮. আরেকা পাম- কথিত রয়েছে, আরেকা পাম বাড়ির আর্থিক উন্নতিতে সাহায্য করে। ঘরের উত্তরপূর্ব দিকে এই গাছ রাখলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।
৯. লেবু গাছ- বাড়িতে নেগেটিভ এনার্জি দূর করে লেবু গাছ। আর্থিক অবস্থার উন্নতি হয়। বাড়ির প্রবেশদ্বারে এই গাছ রাখা শুভ।
১০. শামি প্ল্যান্ট- শনি দশা শান্ত করতে এবং অর্থ সম্পর্কিত সমস্যা দূর করতে সাহায্য করে শামি প্ল্যান্ট। ঘরের উত্তরপূর্ব দিকে এই গাছ রাখলে আসে সৌভাগ্য।