দীপাবলিতে ঝলমলে হোক সাজ! আইশ্যাডো থেকে লিপস্টিক, কোন মেকআপে হয়ে উঠবেন নজরকাড়া?
Diwali 2024 গোটা দেশ জুড়ে ধুমধাম করে দীপাবলি উৎসব পালন করা হয়। আলোর উৎসবে নিজেকেও একটু ঝিকিমিকি দেখাতে চান? কোন মেকআপে হয়ে উঠবেন নজরকাড়া? জানুন।
আজকাল ওয়েব ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম কালীপুজো। আসছে আলোর উৎসব। গোটা দেশ জুড়ে ধুমধাম করে এই দিনে দীপাবলি উৎসব পালন করা হয়। কোথাও পুজো, আবার কোথাও দীপাবলির পার্টির আয়োজন থাকে। সেই উপলক্ষে থাকে সাজগোজও! আলোর উৎসবে নিজেকেও একটু ঝিকিমিকি দেখাতে চান? কোন মেকআপে হয়ে উঠবেন নজরকাড়া? জানুন।
বাতাসে শীতের হাওয়া লাগতে শুরু করেছে। ত্বকও সহজে শুষ্ক হয়ে যাচ্ছে। তাই দীপাবলিতে মেকআপ করার আগে ময়শ্চারাইজারের দিকে নজর দিন। ভাল করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনার লাগান। তারপর ময়শ্চারাইজার লাগানো জরুরি। তাহলে ত্বকে হাইড্রেটিংয়ের সমস্যা হবে না।
ময়শ্চারাইজারের পর সারা মুখে প্রাইমার লাগিয়ে নিন। এরপর করুন ফাউন্ডেশনের কারসাজি। ফোঁটা ফোঁটা করে পুরো মুখে ফাউন্ডেশন লাগিয়ে ভাল করে ব্লেন্ডার করে মিশিয়ে নিন। হালকা করে দুই গালে একটু ব্লাশ লাগিয়ে নিতে পারেন। চাইলে নাকের উপর, থুতনি এবং দুই গালে হাইলাইটার লাগান।
চোখে প্রথমে আইশ্যাডো প্যালেট থেকে কোনও নিউট্রাল শেড লাগিয়ে নিন। চোখের পাতায় থাকুক হালকা ব্রোঞ্জ বা সোনালি রঙের ছোঁয়া। তাতেই বেশ অন্য রকম লুক আসবে। শেষে কাজল ও আইলাইনার দিয়ে সুন্দর করে চোখটা এঁকে নিলেই হবে।
দীপাবলিতে খানিকটা ঝলমলে সাজতে নুড লিপস্টিক বাদ দিন। বরং হালকা রং রঙেই ঠোঁট রাঙিয়ে নিন। টকটকে লাল বা মেরুন রঙের লিপস্টিক বেশ মানাবে।