লন্ডনের বুকে দীপাবলিতে মাতলেন সাধারণ মানুষ, পরিবেশিত হল ঝুমুর, সম্বলপুরী নৃত্য

কিন্তু দেশের বাইরেও ধুমধাম করে পালিত হল দীপাবলি। সুদূর লন্ডনের বুকে ট্রাফালগা স্কোয়্যারে প্রতি বছরের ন্যায় এবারেও পালন করা হল দিওয়ালি অন লন্ডন।

Diwali celebrated in london trafalgar square which turns 22 year old this year gnr

তমালিকা বসু, লন্ডন

বুধবার থেকেই কার্যত দীপাবলিতে মজে গোটা দেশ। কিন্তু দেশের বাইরেও ধুমধাম করে পালিত হল দীপাবলি। সুদূর লন্ডনের বুকে ট্রাফালগা স্কোয়্যারে প্রতি বছরের ন্যায় এবারেও পালন করা হল দিওয়ালি অন লন্ডন। গত ২১ বছর ধরে লন্ডনের মেয়র সাদিক খান এই অনুষ্ঠান করে আসছেন।

এবারে তা পা দিল ২২ বছরে। অন্যান্য বারের মতই এবারেও এর সাক্ষী থাকতে কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছিলেন। গত রবিবার লন্ডনে দীপাবলির অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় ২০০ জন নৃত্যশিল্পী। উল্লেখযোগ্য বিষয়, তার মধ্যে একটি ডান্স ট্রুপ গিয়েছিল বাংলা থেকেও। শুধু বাংলা নয় মূলত পূর্ব ভারতের লোকনৃত্যকে তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। 

বাংলার ঐতিহ্য ঝুমুর নাচ, ঝাড়খণ্ডের কুরমালি, ওড়িশার সম্বলপুরী, আসামের বিহু একসঙ্গে দিওয়ালি অন লন্ডনের মঞ্চে তুলে ধরেন। শিল্পীদের পোশাকেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। তবে সবথেকে যেটা আকর্ষণীয় ছিল তা হল ধুনুচি নাচ। মূলত দুর্গাপুজোতে দেখা গেলেও রবিবার শ্যামাসঙ্গীতের সঙ্গে ধুনুচি নাচ করে তাক লাগিয়ে দেন শিল্পীরা।

নৃত্যানুষ্ঠান পরিবেশনা করে ফিউশন তাল। সংস্থার প্রতিষ্ঠাতা শ্রেয়া বিশ্বাস জানান, ইংল্যান্ডের বার্কশায়ারের এই নাচের গ্রূপ থেকে ১৫ জন সদস্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাঁর কথায়, ১০ হাজার জনতার সামনে বাংলার লোকনৃত্যকে তুলে ধরতে পেরে আপ্লুত ফিউশন তাল।