ধনতেরাসে ভুলেও কিনবেন না এই সব জিনিস, সংসারে নেমে আসবে ঘোর বিপদ, সারা বছর কাটবে না দুর্ভোগ

Dhanteras 2024 কথিত রয়েছে, ধনতেরাসে বিভিন্ন জিনিস কিনলে সদয় হয় অর্থভাগ্য। তবে এমন অনেক জিনিস আছে যা এই দিনে কেনা অশুভ বলে মনে করা হয়।

Do not Buy these unauspicious things on Dhanteras 2024  to avoid bad luck

আজকাল ওয়েব ডেস্ক: আজ ২৯ অক্টোবর সারা দেশে ধনতেরাস উৎসব পালিত হবে। দীপাবলির সূচনা হয় ধনতেরসের হাত ধরেই। ভূত চতুর্দশীর ঠিক আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। কথিত রয়েছে, এই দিনে বিভিন্ন জিনিস কিনলে সদয় হয় অর্থভাগ্য। বিশেষ করে সোনা রুপোর দোকানে উপচে পড়ে ভিড়। তবে এমন অনেক জিনিস আছে যা এই দিনে কেনা অশুভ বলে মনে করা হয়। তাহলে ধনতেরাসে কোন কোন জিনিস একেবারেই কেনা উচিত নয়, জেনে নেওয়া যাক-

ধনতেরাসের দিন কোনও ধারালো জিনিস কেনা উচিত নয়। অর্থাৎ ছুরি, কাঁচি, ব্লেড জাতীয় কোনও ধারালো জিনিস কিনলে তা দুর্ভাগ্য বয়ে আনতে পারে।

ধনতেরাসের দিন ধাতুর জিনিস কেনার চল রয়েছে। কিন্তু এই দিনে কোনও রকম প্লাস্টিকের জিনিস কেনা চলবে না। একইসঙ্গে কোনও ভাঙা জিনিসও এই দিনে কেনা উচিত নয়। আসলে অনেকেই আজকাল ঘর সাজাবার জন্য অ্যাবস্ট্রাক্ট নানা ভাঙা মূর্তি জাতীয় সামগ্রী কেনেন। যা ধনতেরাসে কেনা অশুভ বলে ধরা হয়।

ধন ত্রয়োদশীতে গয়না কেনার চল রয়েছে। সোনা-রুপোর গয়না কেনেন অনেকেই। তবে ইমিটেশনের গয়না কিনে কিন্তু মোটেও শুভ নয়। আবার বাস্তুমতে, কাচের বাসনপত্র বা কাচের তৈরি জিনিস কেনা উচিত নয়। এই দিন ধাতুর জিনিসপত্র কিনলেও লোহার সামগ্রী কিনতে যাবেন না।

ধনতেরাসের পুজো করতে গেলে ঘি, তেল লাগে। কিন্তু তা আগে থেকে কিনে রাখুন। কারণ এই দিনে তেল, ঘি কেনা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়।

হিন্দু ধর্মে কালো রঙকে অশুভ বলে গণ্য করা হয়। তাই দীপাবলির মতো হিন্দুদের সব চেয়ে বড় উৎসবে কোনও কালো পোশাক কেনা বা পড়া উচিত নয়।

ধনতেরাসের দিন আদান-প্রদান না করার পরামর্শ দেওয়া হয়। তাই এই দিনে কাউকে উপহারও দিতে নেই। মনে করা হয়, উপহার দিলে তার সঙ্গে সৌভাগ্য প্রদান করা হয়। দীপাবলিতে উপহার দিলেও ধনতেরাসে উপহার দেওয়া শুভ নয়।