মা কালীকে কাঁধে তুলে সোজা দৌড়! কী বলছে মালদার চাঁচলের ৩৫০ বছরের রীতি?
মা কালীর প্রতিমাকে কাঁধে তুলে দৌড়। মালদার চাচলের ৩৫০ বছরের পুরনো রীতি আজও জনপ্রিয়।

আজকাল ওয়েবডেস্ক: মা কালীর প্রতিমাকে কাঁধে তুলে দৌড়। মালদার চাঁচলের ৩৫০ বছরের রীতি আজও জনপ্রিয়। মা কালীকে মাথায় নিয়ে দৌড়চ্ছে মানুষ। রাজার প্রচলিত রীতি মেনে মালদার চাঁচলের মালতীপুরে আয়োজিত হল ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালতিপুর এলাকার আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন এলাকাবাসী। কালী দৌড় প্রতিযোগিতাকে ঘিরে রচিত হয় সম্প্রীতির এক আশ্চর্য আবহ।
তবে রীতির পিছনে লুকিয়ে আছে এক ইতিহাস। দৌড়ে নিয়ে যাওয়ার পর যাদের কালী প্রতিমা অক্ষত অবস্থায় থাকবে, তাদের প্রতিমাকেই প্রথমে বিসর্জন দেওয়া হবে। প্রতি বছর কালীপুজোর ভাসানের সময় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। নিজেদের পূজিত কালী প্রতিমা কাঁধে করে নিয়ে ঘাটের দিকে দৌড় লাগান উদ্যোক্তারা। কালী দৌড় দেখতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ।
হাততালি দিয়ে, চিৎকার করে উৎসাহ দেন অংশগ্রহণকারীদের। রাজার প্রচলিত সেই রীতি মেনেই এখনও মালদার চাঁচলের মালতিপুরে আয়োজিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এই কালী দৌড় প্রতিযোগিতা। এবারও এর অন্যথা হল না। শুক্রবার সন্ধ্যায় চাঁচলে কালী দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৈরি হল এক অদ্ভুত পরিবেশ।