'ও দুঃখী হলে আমারও দুঃখ লাগে', বহু যুগের পরিচিত মাধবকে তবু কেন বাদ? 'ফাটাকেষ্ট কালী' পুজোর পরিচালক যা জানালেন...

তাহলে কেন বদল? বলছেন কোনও বিশেষ কারণ নেই। মনে হয়েছে বদলের, বদল করেছেন। কিন্তু এতে কি ছেদ পড়ল না শিল্পীর সঙ্গে এত বছরের সম্পর্কের? প্রবন্ধ বলছেন, 'ওর রাগ হয়েছে, দুঃখ পেয়েছে। আমি ভাবতে পারিনি, ও এতটা কষ্ট পাবে। ওর দুঃখ হলে আমাদের দুঃখ হয়। তবে এই মনোমালিন্য বাড়বে না, সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে।'
8 / 9

তাহলে কেন বদল? বলছেন কোনও বিশেষ কারণ নেই। মনে হয়েছে বদলের, বদল করেছেন। কিন্তু এতে কি ছেদ পড়ল না শিল্পীর সঙ্গে এত বছরের সম্পর্কের? প্রবন্ধ বলছেন, 'ওর রাগ হয়েছে, দুঃখ পেয়েছে। আমি ভাবতে পারিনি, ও এতটা কষ্ট পাবে। ওর দুঃখ হলে আমাদের দুঃখ হয়। তবে এই মনোমালিন্য বাড়বে না, সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে।'

Previous Next