আলোর উৎসবে বেগুনি-বাহার
পুরুষের সাজে রং বাছাইয়ের এই সংজ্ঞাটাই বদলে দিতে চেয়েছে রাইকিশোরী কালেকশন।
কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো পেরোতে না পেরোতেই বাতাসের গায়ে জড়িয়ে যায় আলগা শীতের আমেজ। বিয়েবাড়ির মরশুমে পৌঁছে ক’দিন যেতে না যেতেই হিমেল পরশ ভরপুর। সে বাড়ির বিয়েই হোক বা বন্ধু কিংবা সহকর্মীর, স্টাইলিশ সাজে স্মার্ট দেখাতেও কিন্তু পাঞ্জাবি-ব্লেজারের জুটির জবাব নেই! হাল্কা শীতের কথা ভেবেই তাই অরিজিতের জারদৌসী কাজের পাঞ্জাবির উপরে বেগুনিরঙা ব্লেজার। যেখানে দাঁড়াবেন, সেখানেই একমুঠো উষ্ণতা যেন!
পুরুষকে একটু অন্য রঙের ছোঁয়া দিতেই রাইকিশোরীর সাজে এ বার বেগুনির ছড়াছড়ি। এই রঙের ফ্যাব্রিকে স্টোন, জারদৌসী, অ্যাপ্লিক বা তসরের সঙ্গে ট্রান্সপারেন্ট নেটে যাকে বলে জমজমাট! সে বরই হোক বা আদরের ভাই, বেগুনি-বাহারে সাজান যতনে। আর তারা নিজেরাই যদি বেছে নেয় এমন পার্বণী-রং আমেজ, তবে তো কথাই নেই!