'ফুল দিয়ে চুল বাঁধব', ষষ্ঠী থেকে দশমী কেমন সাজবেন সৌরসেনী? কী স্পেশ্যাল থাকছে নায়িকার পুজো ফ্যাশনে?

পুজোর পাঁচদিন কেমন সাজে নিজেকে সাজাবেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র? জানালেন নিজেই।

actress souraseni maitra shared her durga puja fashion tips ent
সৌরসেনী মৈত্র

আজকাল ওয়েবডেস্ক: আগমনীর বার্তা এসেছে শারদ প্রাতে। তাই মন মেতেছে পুজোর সুরে। ষষ্ঠী থেকে দশমী, কোন দিন কী প্ল্যান? পুজোর ফ্যাশনে তারকাদের ওয়ার্ডরোবে কী থাকছে! পুজোর পাঁচদিন কেমন সাজে নিজেকে সাজাবেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র? জানালেন নিজেই।

সৌরসেনীর কথায়, "আমার কাছে পুজোর ফ্যাশন মানে ট্র্যাডিশনাল লুক। পুজোর পাঁচদিনই তাই শাড়ি পরব ঠিক করেছি। সকালে চুড়িদারের সঙ্গে হালকা সাজ থাকতে পারে। তবে শাড়িটা মাস্ট। সঙ্গে ভারী গয়না। খোঁপায় ফুল দিয়ে সাজতে খুব ভালবাসি। সকালে বা দুপুরে কোথাও বেরোলে ফুল দিয়ে চুল বাঁধব ঠিক করেছি।" 

তিনি আরও বলেন, "আসলে সারাবছর সাজলেও, পুজোর সাজ যেন হয় একেবারে আলাদা। ছোট থেকে পুজোর কেনাকাটা, সাজগোজ নিয়ে এক্সাইটেট থাকতাম। এখনও অভ্যাসটা রয়ে গিয়েছে।" 

সৌরসেনী বলেন, "ছোটবেলাটা দক্ষিণ কলকাতায় কেটেছে। পাড়ার পুজোয় তখন সারাদিন কাটত। আমার আত্মীয়রাও খুব কাছাকাছি থাকতেন। তাই ভাই-বোনদের সঙ্গে সময় কেটে যেত। ঠাকুর দেখা তো মাস্ট। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় ঠাকুর দেখার লিস্ট তৈরি করতাম আমরা। রাত জেগে বাবার কাঁধে চড়ে ঠাকুর দেখা আজও মনে পড়ে।"