পুজোর ফ্যাশনে যশ, ডিজিটাল প্রিন্টের ট্রেন্ডিং সাজে অভিনেতা
Durga Puja Fashion মাতৃদেবীর আরাধনায় বাঙালীর সাজো সাজো রব। মহিলা থেকে পুরুষ, এবারের ট্রেন্ডিং সাজে কীভাবে সাজবেন, রইল তারই হদিশ।
আজকাল ওয়েব ডেস্ক: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা চলেই এল। মাতৃদেবীর আরাধনায় বাঙালীর সাজো সাজো রব। মহিলা থেকে পুরুষ, এবারের ট্রেন্ডিং সাজে কীভাবে সাজবেন, রইল তারই হদিশ।
শার্ট সিল্ক ফেব্রিকের খুবই লাইটওয়েট সাদা শার্ট পরেছেন যশ। সাদা রং পরিপূর্ণতা, শুভ, সততা, পরিচ্ছন্নতা, নিরপেক্ষতা এবং নির্ভুলতার সঙ্গে যুক্ত। সমগ্র শার্টে বিবিধ রঙের উপরে ডিজিটাল প্রিন্ট রয়েছে। যার মধ্যে অভিনব বিষয় হল ব্লেজার কলার।
মডেল- যশ দাসগুপ্ত
ওয়ারড্রোব-জিৎ সত্য
মেকআপ-প্রীতম দাস
চুল-অভিজিৎ দাস
ফটোগ্রাফি- জাভেদ ইব্রাহিম
অষ্টমীর অঞ্জলিতে পরতে পারেন লাইটওয়েট কুর্তা। ধূসর রং শান্তি, কমনীয়তা, নতুনত্বের প্রতীক। সাদা রঙের সঙ্গে ধূসরের নির্দিষ্ট যোগসূত্র রয়েছে। যা ধার্মিকতা, আধ্যাত্মিকতা এবং সরলতার প্রতীক। সিল্কের তৈরি কুর্তায় লেক লাইন এবং স্লিভে জরির কাজ এবং গোটা কুর্তায় জরি বুট্টা রয়েছে।
মডেল- গৌরব রায় চৌধুরি
ওয়ারড্রোব-জিত সত্য
মেকআপ ও হেয়ার- শক্তি অ্যান্ড পলাশ দত্ত
ফটোগ্রাফি- তন্ময় অধিকারী
স্টুডিও পার্টনার- আর্টিসি লেন্স
রেড ওয়াইন ব্যক্তিত্ব, তীব্রতা, উচ্চাকাঙ্ক্ষা, শক্তি এবং পরিশীলিততার প্রতীক। পায়ের দিকে একটি স্লিট রয়েছে। উপরের অংশের একদিকের হাতে সূক্ষ্ম কাটদানার কাজ এবং একপাশে স্লিভলেস এই গাউনটি পার্টি নাইট কিংবা যে কোনও অ্যাওয়ার্ড ফাংশনের জন্য একেবারে উপযুক্ত।
মডেল- সেভিনা কাহলন
পোশাক এবং স্টাইলিং-জিৎ সত্য
মেকআপ-দেবরুপ ঘোষ
হেয়ার-দেবজিত দাস
ফটোগ্রাফি-সুভয়ন ঘোষ
বাঙালি সংস্কৃতিতে লাল ও সাদার মিশ্রণ সবচেয়ে ভাল। মডেল পরেছেন লাল থ্রেড কাজের এটি একটি হ্যাল্ডলুম শাড়ি। সঙ্গে সিল্কের তৈরি ব্লাউজ। লাল রং সাহস, আবেগ এবং বীরত্বের রঙ। আর সাদা মনেই মাথায় আসে বিশুদ্ধতা এবং সরলতা।
মডেল- শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়
পোশাক এবং স্টাইলিং-জিৎ সত্য
মেকআপ-দেবরুপ ঘোষ
চুল-দেবজিত দাস
ফটোগ্রাফি-সুভয়ন ঘোষ
নীলের হালকা প্যাস্টেল শেড শাড়ি যেন পুজোর 'পারফেক্ট' সাজ । নীল এমন একটি রং যা শান্তি, প্রশান্তি এবং নির্মলতার প্রতীক। এখানে সিল্কের শাড়িটিতে রয়েছে জরি বর্ডার। ক্লাসি লুকে ফ্লোরাল অ্যাপ্লিকিউও রয়েছে।
মডেল- শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়
পোশাক এবং স্টাইলিং-জিৎ সত্য
মেকআপ-দেবরুপ ঘোষ
হেয়ার- দেবজিত দাস
ফটোগ্রাফি- সুভয়ন ঘোষ