'পুজোয় স্ট্রিট ফুড মাস্ট', ডায়েট ভুলে ডুব দেবেন মিষ্টির রসেও! পুজোর খাওয়া-দাওয়া নিয়ে কী জানালেন 'গীতা' ওরফে হিয়া মুখোপাধ্যায়?
হিয়া বলেন, "পুজো মানেই আমার কাছে প্যান্ডেল হপিং। ছোটবেলায় বাড়িতে বিজয়া করতে অনেকে আসতেন। কিন্তু এখন আর তা হয়না।"
নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় দারুণ ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'। 'গীতা' ওরফে হিয়া মুখোপাধ্যায়কে দর্শক দিয়েছেন ব্যাপক ভালবাসা। ধীরে ধীরে সে যেন ঘরের মেয়ে উঠেছে। শুটিংয়ের ফাঁকে কেমন প্রস্তুতি চলছে দুর্গা পুজোর? প্রতিবছর কেমনভাবে কাটান পুজো? আজকাল ডট ইন-কে জানালেন অভিনেত্রী।
হিয়া বলেন, "পুজো মানেই আমার কাছে প্যান্ডেল হপিং। ছোটবেলায় বাড়িতে বিজয়া করতে অনেকে আসতেন। কিন্তু এখন আর তা হয়না। আনন্দটা আগে সবার সঙ্গে ভাগ করা যেত। এখন একটু নিজেরটা নিয়েই ভাবে সবাই।"
তাঁর কথায়, "অন্যান্য পোশাকের থেকে আমার আলমারিতে প্রচুর শাড়ি রয়েছে। খুব ভালবাসি শাড়ি পরতে।পুজোর পাঁচদিনই শাড়ি পরব। অষ্টমীর সকালে অঞ্জলি থেকে দশমীর ভাসান, শাড়ি মাস্ট।"
হিয়া আরও বলেন, "তেমনভাবে ডায়েট কোনওদিন মেনে চলি না। সবকিছু খাই তবে পরিমাণে অল্প। পুজোয় সারা কলকাতায় ঘুরে বেড়াই। স্ট্রিট ফুড খেতে খুব ভালবাসি। আর পুজোয় তো ক্যান্ডিফ্লস তো খেতেই হবে। সেই সঙ্গে রোজ মিষ্টিটা মাস্ট।"
শুটিংয়ের ফাঁকে চলছে কেনাকাটা। এবছর পুজোয় বরাবরের মতোই কলকাতার ঐতিহ্যের সঙ্গে মেতে উঠবেন পর্দার 'গীতা'।