'গড়িয়াহাট থেকে কুর্তি কিনব', পুজোর পাঁচদিন কী করবেন খেয়ালী?
খেয়ালী বলেন, "পুজো মানেই আমার কাছে বাঙালিয়ানাকে আরও একবার কাছ থেকে দেখা। আর পাঁচটা বাঙালি মেয়ের মতোই পুজোর পাঁচদিনের অপেক্ষায় থাকি।

নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ধারাবাহিক 'মিলি'র মাধ্যমে দর্শকমনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী খেয়ালী মন্ডল। এখন ধারাবাহিক থেকে দূরে খেয়ালী। তবে পাড়ি দিচ্ছেন বলিউডে। এই ছবিতে আরও একবার অভিনেতা অনুভব কাঞ্জিলালের সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন অভিনেত্রী।
সূত্রের খবর মোজোটেল এন্টারটেইনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউশনের ব্যানারে প্রযোজক সুমনা কাঞ্জিলাল-এর হাত ধরে আসছে নতুন এই ছবি। পরিচালনায় মনোজ মিশিগান। নতুন কাজের মাঝে পুজোর কী প্ল্যান অভিনেত্রীর? আজকাল ডট ইন-কে খেয়ালী বলেন, "পুজো মানেই আমার কাছে বাঙালিয়ানাকে আরও একবার কাছ থেকে দেখা। আর পাঁচটা বাঙালি মেয়ের মতোই পুজোর পাঁচদিনের অপেক্ষায় থাকি। ছোটবেলায় গ্রামের বাড়িতে পুজোর দিনগুলো কাটত। এখন পাড়ার প্যান্ডেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মাস্ট।"
খেয়ালী আরও বলেন, "সাধারণত ওয়েস্টার্ন পছন্দ করি। ইন্দো ওয়েস্টার্ন ট্রাই করতেও পছন্দ করি। এই বছর ফ্যাশন লিস্টের প্রথমেই রয়েছে বাঙালি পোশাক। তাই ঠিক করেছি গড়িয়াহাট থেকে কয়েকটা কুর্তি কিনব। পুজোর সকালে পরব।"
তিনি আরও বলেন, "এই দিনগুলোয় কোনও ডায়েট ফলো করিনা। কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া করি। সকাল থেকে সন্ধ্যে চোখের সামনে যা দেখি মনকে বাধা না দিয়ে আগে খেয়ে নিই।"