'মনভরে জমিয়ে খাওয়াদাওয়ায় বিশ্বাসী', ষষ্ঠী থেকে দশমীর প্ল্যান নিয়ে আর কী বললেন পায়েল সরকার?
এই বছর পুজোর কেমনভাবে কাটাবেন অভিনেত্রী পায়েল সরকার?
আজকাল ওয়েবডেস্ক: আগমনীর বার্তা এসেছে শারদ প্রাতে। তাই মন মেতেছে পুজোর সুরে। ষষ্ঠী থেকে দশমী, কোন দিন কী প্ল্যান? এই বছর পুজোর কেমনভাবে কাটাবেন অভিনেত্রী পায়েল সরকার?
পায়েলের কথায়, "আমরা বাগুইআটিতে থাকতাম। ওখানে সব ফ্যামিলি একসঙ্গে পুজো করত। রোজ সন্ধেবেলা ফাংশান হত। বেশ ঘরোয়া পরিবেশ ছিল। এখন অন্য জায়গায় থাকি। কমপ্লেক্সে পুজো হয়। খুব জাঁকজমক কিন্তু বেশ ঘরোয়া ছোঁয়া থাকে। বাইরে থেকেও অনেকে আসেন। আবাসনে কালচারাল প্রোগ্রাম হয়। পুজোর একমাস আগে থেকে রিহার্সাল শুরু হয়।"
পায়েল বলেন, "প্রতিবছর সপ্তমী অবধি কাজ থাকে। পুজোর জাজমেন্টও থাকে। তখনই ঠাকুর দেখা হয়ে যায়। খুব ভিড়ের মধ্যে আমি যেতে পারি না। বাড়িতে বসে পুজো দেখি। সন্ধেয় আবাসনের প্যান্ডেলে যাব। শাড়ি তো রোজ পরব। তবে আরও কয়েকটা পোশাক কিনেছি। তার সঙ্গে ম্যাচিং অ্যাকসেসরিজ। সেইগুলাও পরব সময় বের করে।"
তিনি আরও বলেন, "আমি সব আগে থেকেই ঠিক করে রাখি। কোনদিন কী পরব। আর অষ্টমী, নবমী, দশমী কোনও ডায়েট থাকে না। পুজোর সময় মন ভরে জমিয়ে খাওয়াদাওয়ায় আমি বিশ্বাসী। তবে বরাবরই হালকা খাবার খেতেই বেশি পছন্দ করি। সাধারণত খুব প্ল্যান করে কিছু করি না। পুজোর সময় বন্ধুদের সঙ্গে আড্ডা থাকবেই সঙ্গে চলবে ভুঁড়িভোজ।"