প্রকল্পের হাত ধরে এসেছে মহিলাদের সুখ-স্বাচ্ছন্দ্য, লক্ষ্মীর সঙ্গেই পুজো হল লক্ষ্মীর ভান্ডারের 

Laxmi Puja: লক্ষ্মীর সঙ্গে পূজিত হল লক্ষ্মীর ভান্ডার। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন রীতি-রেওয়াজ মেনে হল পুজো।

tmc councillor worship state's lakshmir bhandar scheme along with Laxmi Idol

মিল্টন সেন,হুগলি: লক্ষ্মীর সঙ্গে পূজিত হল লক্ষ্মীর ভান্ডার। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন রীতি-রেওয়াজ মেনে হল পুজো। লক্ষ্মী প্রতিমার পাশে রেখে পুজো করা হলো লক্ষ্মীর ভান্ডার।

 ধনদেবীর আরাধনায় এমনই দৃশ্য নজরে পড়েছে হুগলি চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। পুজো করলেন হুগলী চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা সরকার। তিনি তাঁর মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে ধুমধাম করে পুজোর আয়োজন করেন তাঁর ওয়ার্ড অফিসে। চন্দ্রিমার মতে, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে লক্ষ্মীর ভান্ডার কার্যত তাঁদের আর্থিক স্বাচ্ছন্দ্য দিয়েছে। সামাজিক সম্মান সঙ্গে সমাজে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। তাই লক্ষ্মীর ভান্ডারের জমানো টাকায় কাউন্সিলর চন্দ্রিমা সরকার ব্যানার্জি মহিলা কর্মিদের নিয়ে ওয়ার্ড অফিসে এই পুজোর আয়োজন করেছেন।

লক্ষ্মীর ভান্ডারে জমানো টাকা দিয়েই হয় পুজো, খাওয়া দাওয়ার আয়োজন। সুখ সমৃদ্ধির জন্য লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের সেই সুখ সমৃদ্ধি দিয়েছে। তাই রীতিমত মন্ত্র পরে উলু শঙ্খধ্বনি দিয়ে তাই লক্ষ্মীর ভান্ডারের আরাধনার ব্যাবস্থা করা হয়েছে। কাউন্সিলর আরও বলেন, মহিলা ব্রিগেড এবার লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর ভান্ডার পুজো করবে। আগামী দিনেও করার ইচ্ছা আছে।
ছবি পার্থ রাহা।