'বারো মাসে তেরো পার্বন'- ফুটিয়ে তোলা হয়েছে উত্তর কলকাতার এই মণ্ডপে

আসলে এই উৎসব বা পার্বণেই তো মানুষ মানুষের কাছে আসে। একসঙ্গে হয়ে আনন্দ করে। তাই বলা চলে এই উৎসব বা পার্বণ শুধুমাত্র একটা অজুহাত হিসাবেই কাজ করে।

This Durga Puja pandal showcases the theme of Bengali culture and religious festivities

আজকাল ওয়েবডেস্ক: এন্টালী সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের ভাবনা 'বারো মাসে তেরো পার্বন'। বাঙালির ঘরে ঘরে বারো মাসে তেরো পার্বন লেগেই থাকে। কী সেই পার্বনগুলি তাই ফুটিয়ে তোলা হয়েছে এই দুর্গাপুজোর মণ্ডপে। নববর্ষ, জামাই ষষ্ঠী, রথযাত্রা, শিবের পুজো, মনসা পুজো, জন্মাষ্টমী, দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, অঘ্রানে নবান্ন, পিঠেপুলি উৎসব, সরস্বতী পুজো এবং দোলযাত্রা। প্রতিটি পার্বনের খুঁটিনাটি ফুটে উঠেছে এন্টালি সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে।

শহরের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরের এই মণ্ডপ দেখতে। আগামী দিনেও এই ক্লাবের পুজো আরও ভাল মানের হবে এমনটাই আশা রাখছে পুজো কমিটি। আসলে এই উৎসব বা পার্বণেই তো মানুষ মানুষের কাছে আসে। একসঙ্গে হয়ে আনন্দ করে। তাই বলা চলে এই উৎসব বা পার্বণ শুধুমাত্র একটা অজুহাত হিসাবেই কাজ করে।