পুজোয় শুধুই মেকআপ করলে চলবে না, আগে পরে যত্ন না নিলে বারোটা বাজবে ত্বকের

Durga Puja 2024 পুজোয় শুধুই মেকআপ করলে যে চলবে না। মেকআপের আগে পরে নিতে হবে ত্বকের যত্ন। নাহলেই দ্রুত জৌলুস হারাবে ত্বক।

these skin care tips should follow before and after makeup on durga puja 2024

আজকাল ওয়েব ডেস্ক: সারা বছর ফেসওয়াশ আর ময়শ্চারাইজারে কাজ চালালেও পুজোর সময় কম বেশি সব মহিলাই মেকআপ করতে ভালেবাসেন।  শাড়ি হোক কিংবা সালোয়ার কামিজ অথবা জাম্পশ্যুট, মানানসই পোশাকের সঙ্গে চাই মেকআপও। তবেই যেন সম্পূর্ণ হয় পুজোর সাজ। কিন্তু পুজোয় শুধুই মেকআপ করলে যে চলবে না। মেকআপের আগে পরে নিতে হবে ত্বকের যত্ন। নাহলেই দ্রুত জৌলুস হারাবে ত্বক।  

পুজোর সময় সকাল ও রাত দু’বেলাই নানা রকম প্ল্যানিং থাকে। হাতে সময় যতই কম থাকুক, মেকআপ প্রোডাক্ট সরাসরি ত্বকে লাগানো উচিত নয়। মেকআপ শুরু করার আগে সব সময় ত্বককে প্রস্তুত করে নিন। যার জন্য মুখ ভাল করে ফেসওয়াশ করে পরিষ্কার করে টোনার লাগাতে হবে। এরপর ময়শ্চারাইজার লাগান। বিশেষ গ্লো চাইলে বা ডিউই বেস চাইলে ফেস সিরাম লাগাতে পারেন। এবার মেকআপ প্রাইমার লাগাবেন। নাহলে মেকআপ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে না। এরপরই মেকআপের বেস শুরু করতে পারেন। 

মেকআপ করার সময় ঠিক যতটা সময় দেবেন, তোলার সময়েও ততটাই মন দিয়ে করতে হবে। তাহলেই ত্বকের স্বাস্থ্য ঠিক থাকবে। হাতে কম সময় থাকুক কিংবা ঠাকুর দেখার পর যতই ক্লান্ত থাকুন না কেন, মেকআপ না তুলে ভুলেও শুতে যাবেন না। তাহলে ত্বকের  ক্ষতি হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।

তাড়াতাড়ি ঘষে ঘষে মেকআপ তোলা একেবারেই উচিত নয়। এতে ত্বকের ক্ষতি হয়। মেকআপ তোলার জন্য প্রয়োজন টু-স্টেপ ক্লিনিং। অর্থাৎ প্রথমে আই মেকআপ তুলুন। চোখের চারপাশের ত্বক এমনিই তুলনামূলক পাতলা ও সূক্ষ্ম। তাই আলতো হাতে চোখের চারপাশের মেকআপ তুলতে হবে। সেক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন। মনে রাখবেন, দিনের পর দিন যদি মুখ থেকে মেকআপ না তোলা হয় তাহলে ত্বকের জেল্লা হারাতে বেশি সময় নেবে না।