পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশ
দুর্গা পুজোর জন্য তৈরি কলকাতা পুলিশ। থাকছে বিশেষ প্রস্তুতি।
আজকাল ওয়েবডেস্ক : প্রতি বছরের মত এবছরও পুজো নিয়ে সতর্ক কলকাতা পুলিশ। দ্বিতীয় দিনেই পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশ। এই বছর কলকাতায় ২৯০৫ টি পুজো রয়েছে। এদের মধ্যে ২৫৮ টি জনপ্রিয় পুজো রয়েছে।
পুজোয় এবার ১৮ জন ট্রাফিক এসিপি থাকছে, ১০৪ জন ইন্সপেক্টর, ৫৫০ জন সার্জেন্ট সাব ইন্সপেক্টর, ৩৬০০ ট্র্যাফিক কনস্টেবল থাকবেন। ডিজিটাল গাইড ম্যাপের ব্যবস্থা করা হয়েছে। ট্র্যাফিক গাইড লাইনে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে। এবার শিশুদের আইডি ব্যাজ দেওয়া হবে। এরফলে যদি কোনও শিশু হারিয়ে যায় তবে নিকটবর্তী পুলিশ ক্যাম্পে যোগাযোগ করলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া সম্ভব হবে।
এদিন সাংবাদিক বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি বলেন, দুর্গাপুজো গোটা বিশ্বে একটি বড় ফেস্টিভ্যাল। ইউনেস্কো এটিকে স্বীকৃতি দিয়েছেন। দেশ বিদেশ থেকে অনেকে আসেন। সাধারণ মানুষের সহযোগিতায় আমরা এটিকে প্রতিবারে সফল করে তুলি। এবারেও আশাকরি তাই হবে। সমস্ত পুজো মণ্ডপ কমিটিগুলি পুলিশকে সাহায্য করবে। ট্র্যাফিকের সঙ্গে মানুষের যোগাযোগ সবথেকে বেশি হয়। তারাই পুজোয় সবথেকে বেশি কাজ করেন। আশা রাখছি এবারেও আমাদের ট্র্যাফিক উইং তাদের দিক থেকে সমস্ত সাহায্য করবে। এই পুজোতে কলকাতা ট্র্যাফিক পুলিশ একদম প্রস্তুত।