এবছর অষ্টমী-নবমী একই দিনে! সন্ধিপুজো সকালে কখন? রইল দুর্গাপুজোর নির্ঘণ্ট

Durga puja 2024 গত বছর অক্টোবরের শেষে ছিল দুর্গাপুজো। এই বছর কিন্তু এমন হবে না। এবার শারদীয়া দুর্গা পুজো অক্টোবরের একেবারে প্রথম দিকেই।

this year nabami dasami on same date when will be sandhi puja of durga puja 2024

আজকাল ওয়েব ডেস্ক: নতুন বছরের ক্যালেন্ডার পেলে প্রথমেই বাঙালির চোখ যায় দুর্গাপুজোর দিনক্ষণের দিকে। বলা ভালো, একবছর প্রতিমা বিসর্জন হতে না হতেই ফের পরের বছরের পুজোর দিন গুনতে থাকে বাঙালি।পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা বিশ্বের বাঙালিরা জাকজমকপূর্ণ উদযাপন করেন এই উৎসবের। চলতি বছরে সেই অপেক্ষার বাকি আর মাত্র কয়েক দিন। 

গত বছর অক্টোবরের শেষে ছিল দুর্গাপুজো। এই বছর কিন্তু এমন হবে না। এবার শারদীয়া দুর্গা পুজো অক্টোবরের একেবারে প্রথম দিকেই। তাহলে ২০২৪ সালে দুর্গাপুজো কবে পড়েছে, সেই হিসেবে ঠিক করে নিন পুজোর প্রস্তুতি কবে থেকে শুরু করবেন। 

আগামী ২ অক্টোবর মহালয়া। আর তারপরই দেবীপক্ষের সূচনা। মহালয়ার পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রির পুজো শুরু করেন আবাঙালি সম্প্রদায়। আগামী ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে দুর্গাপুজো। উল্লেখযোগ্য বিষয় হল এই বছর নবমী ও দশমী একই দিনে পড়েছে। একইসঙ্গে এবার সন্ধিপুজো পড়েছে সকালের দিকে। তিথি অনুযায়ী, সকাল ১১টা ৪২ মিনিট থেকে বেলা ১২টা ৫০ মিনিটের মধ্যে সারতে হবে সন্ধিপুজো।

২০২৪-এ দুর্গাপুজোর দিনক্ষণ

মহাষষ্ঠী- ৯ অক্টোবর ২০২৪ বুধবার।
মহাসপ্তমী- ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
মহাষ্টমী- ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার।
মহানবমী- ১২ অক্টোবর ২০২৪ শনিবার।
বিজয়া দশমী- ১২ অক্টোবর ২০২৪ শনিবার।

এবছর সপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্রমতে, দোলা বা পালকিতে দেবীর আগমন হলে ভয়ঙ্কর মহামারীতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকে। আবার বিজয়া দশমী শনিবার পড়ায় ২০২৪ সালে দেবী ফিরে যাবেন ঘোড়ায়। শাস্ত্র অনুযায়ী, যার ফল সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বাড়তে পারে। 

দুর্গাপুজোর পরই কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হয়। এবার আগামী ১৭ অক্টোবর, বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর আরাধনা করা হবে। কালীপুজোর আনন্দে সকলে মেতে উঠবেন আগামী ৩১ অক্টোবর। এরপর ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া উৎসব রয়েছে আগামী ৩ নভেম্বর।