মহালয়া থেকেই শহরে নিয়ন্ত্রিত যান চলাচল, দেখে নিন কোন রাস্তা খোলা, কোন রাস্তা বন্ধ
Traffic Notification: পুজোর আগে, মহালয়া থেকেই কড়া নজর যান নিয়ন্ত্রণে।
আজকাল ওয়েবডেস্ক: হাতে আর কয়েকদিন, তার পরেই পুজো। পুজোর আগে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া থেকে, প্যান্ডেল, ঠাকুর দেখা। সব মাথায় রেখেই পুজোর কয়েকদিনের যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে তা। জানানো হয়েছে, পুজোর আগে, মহালয়া থেকেই কড়া নজর যান নিয়ন্ত্রণে।
কলকাতা পুলিশ জানিয়েছে, মহালয়ার দিন, অর্থাৎ ২ অক্টোবর একাধিক জায়গায় যান নিয়ন্ত্রণ থাকবে। ওইদিন ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনও পণ্যবাহী যানবাহন (শুধুমাত্র এলপিজি সিলিন্ডার বহনকারী যানবাহন ছাড়া, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট এবং অক্সিজেন, শাকসবজি, ফলমূল, মাছ ও দুধ ইত্যাদি) উত্তর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। যান নিয়ন্ত্রণ হবে, রবীন্দ্র সরণি, কে কে টেগোর স্ট্রিট ক্রসিং, বিবেকানন্দ রোড, সিআর অ্যাভিনিউ, মানিকতলা ক্রসিং, রাজা অরবিন্দ সরণিতে।
২ তারিখ ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ হবে, বিটি রোড, খগেন চ্যাটার্জি রোড, কাশিপুর রোড থেকে বি কে পাল, শোভাবাজার, নিমতলা ঘাট স্ট্রিট।
ওই একই দিনে, একই সময়ে কিরণ শঙ্কর রয় রোড এবং স্ট্র্যান্ড রোড থেকে দক্ষিণে যাওয়ার রাস্তায় যান নিয়ন্ত্রিত হবে। যান নিয়ন্ত্রিত হবে হেয়ার স্ট্রিট-স্ট্র্যান্ড রোড থেকে বাবু ঘাট যাওয়ার রাস্তায়।
রাজা উডমান্ট স্ট্রিট এবং হেস্টিংস ক্রসিং-এর মধ্যে স্ট্র্যান্ড রোড এবং সেন্ট জর্জেস গেট রোড ধরে কোনো পণ্যবাহী যান চলাচল করতে দেওয়া হবে না।
ওইদিন রবীন্দ্র সরণি থেকে শোভাবাজার স্ট্রিট ধরে পশ্চিমগামী কোনও যানবাহন চলতে দেওয়া হবে না। ভক্তদের জন্য ব্যবহৃত যানবাহন ছাড়া কিংসওয়ে পলাশী গেট রোড ক্রসিং থেকে সব ধরনের যানবাহনের জন্য বন্ধ থাকবে।
একই সঙ্গে জানা গিয়েছে, পুজোর আগে কুমোরটুলিতে প্রতিমা নিতে আসবে যেসব গাড়িগুলি, সেগুলি যতীন্দ্রমোহন এভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি হয়ে রবীন্দ্র সরণি দিয়ে ঢুকবে। প্রতিমা নিয়ে মদনমোহনতলা, বাগবাজার স্ট্রিট এবং স্ট্র্যান্ড রোড হয়ে ফিরবে সেগুলি।
অক্টোবরের শুরু থেকে, পুজো শেষ হওয়া পর্যন্ত শোভাবাজার স্ট্রিট এবং ডিসি ব্যানার্জি রোডের মাঝ স্ট্র্যান্ড রোডে কোনও গাড়ি দাঁড় করানো যাবে না বলেও জানানো হয়েছে।