চিত্রগানা শিল্প থেকে হারানো শৈশব—শিল্প আর ঐতিহ্যের মেলবন্ধনে বেঙ্গালুরুর কোন,কোন পুজো হল ‘শারদ গৌরব’-এর সেরা পাঁচ?
চিত্রগানা শিল্প থেকে হারানো শৈশব—শিল্প আর ঐতিহ্যের মেলবন্ধনে বেঙ্গালুরুর কোন,কোন পুজো হল ‘শারদ গৌরব’-এর সেরা পাঁচ?
Sharod Gourab Winners List: শুধু কলকাতা নয়, এখন বেঙ্গালুরুর দুর্গাপুজো মানেও থিমের ঘনঘটা। শহর জুড়ে ছড়িয়ে থাকা বারোয়ারি পুজোগুলি এ বারও তাঁদের ভাবনায় একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত। কোথাও সাবেকিয়ানার সঙ্গে মিশেছে আধুনিকতার ছোঁয়া, তো কোথাও আবার কর্ণাটকের লোকশিল্পের সঙ্গে বাংলার ঐতিহ্যের মেলবন্ধন ঘটছে। আর এই সব পুজোকে সম্মান জানাতে বেঙ্গালুরুতে হাজির আজকাল ডট ইন। প্রথমবার আয়োজিত হল আজকাল ‘শারদ গৌরব’-এর আসর। একেবারে অনন্য থিম, শিল্পকলা ও ঐতিহ্যের সঙ্গে দর্শকদের মাতিয়ে তুলতে প্রস্তুত। শারদ গৌরব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মোট চল্লিশটি পুজো কমিটি আবেদন পাঠিয়েছিল। তাদের মধ্যে সেরা ১০ পুজো বাছাই করা হয়েছিল। এবার হল মূল প্রতিযোগিতা। মোট বিজয়ীসংখ্যা হল পাঁচ। প্রতিযোগিতার বিচারক তথা অভিনেত্রী দেবলীনা দত্ত ঘুরেফিরে দেখে ফলাফল ঘোষণা করলেন। মহাসপ্তমীর আবহে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল শারদ গৌরব সম্মান। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক বেঙ্গালুরুর বাছাই করা সেরা পাঁচ পুজোগুলি।
6 / 10
যেভাবে মা দুর্গা আমাদের জীবনে আলো নিয়ে আসেন, ঠিক তেমনিভাবে এই থিম সকলকে মনে করিয়ে দেবে যে সত্যিকার মুক্তি রাজনৈতিক বা সামাজিক নয়, বরং আধ্যাত্মিক ও ব্যক্তিগতও। ‘শারদ গৌরব’-এর বিচারে তৃতীয় স্থান দখল করল আরটি নগর-এর মণ্ডপ।