পুজোর সাজে আদরকাড়া, উৎসবের দিনগুলোয় বাড়ির চারপেয়ে সন্তানদেরও সাজিয়ে তুলুন খুশিয়াল সাজে
Durga Puja 2025: আকাশটা নীলে মাখামাখি হয়ে যেতেই মনের ভিতর ঢাকের বাদ্যি বাজে। আর সেই সঙ্গেই জেগে ওঠে সেজে ওঠার সাধ। ব্যস! জমিয়ে কেনাকাটা শুরু নিজের আর বাড়ির সকলের জন্য।

পরমা দাশগুপ্ত
আকাশটা নীলে মাখামাখি হয়ে যেতেই মনের ভিতর ঢাকের বাদ্যি বাজে। আর সেই সঙ্গেই জেগে ওঠে সেজে ওঠার সাধ। ব্যস! জমিয়ে কেনাকাটা শুরু নিজের আর বাড়ির সকলের জন্য। আর শুরু নিজেকে ঘষেমেজে ঝলমলে হয়ে ওঠার পালা। কিন্তু সেই সঙ্গে বাড়িতে যদি থাকে চারপেয়ে সন্তানেরা, সেই আদরের পোষ্যদেরও তো এই দিনগুলোয় একটু সাজিয়ে তুলতে ইচ্ছে করে!
একালের পোষ্যদের কিন্তু রীতিমতো ফ্যাশন মেনে সাজিয়ে তোলার সুযোগ আছে হাতের নাগালেই। ঠিক নিজে যেমনটা করছেন, ওদেরও কিনে দিতে পারেন ঝলমলে উৎসব-সাজ, দারুণ সব অ্যাক্সেসরিস। আর হ্যাঁ, পুজো এলে আপনিও যেমন পার্লারে ছোটেন, ওদেরও নিয়ে যেতে পারেন পুজো-স্পেশাল পরিচর্যা কিংবা ফেস্টিভ লুকের জন্য!
আসুন দেখে নেওয়া যাক, কী কী আছে পোষ্যদের উৎসব-সাজের আয়োজনে।
পোশাকেই বাহার
এক সময়ে বাড়ির মা-কাকিমারাই পোষ্যদের জন্য নিজেহাতে সেলাই করে দিতেন শীতের পোশাক। একালে শীত হোক বা গ্রীষ্ম, আলাদা রকমের হরেক ডিজাইনের পোশাক পাওয়া যায় কুকুর, বেড়াল, খরগোশ কিংবা পাখিদের জন্য। পুজো-স্পেশাল লুক চাইছেন? লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি, কমলা, বেগুনি— নানা রকম উজ্জ্বল রঙের ঝলমলে কুর্তি পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন স্টোর বা ই-কমার্স ওয়েবসাইটে। কোনওটায় জরির কাজ, কোনওটায় এমব্রয়ডারি, কোনওটা আবার হ্যান্ডপেন্টেড মধুবনী, বাটিক, কলমকারিতে সাজানো। পশ্চিমি সাজ চান? কুছ পরোয়া নেই! ফর্মাল থেকে ক্যাজুয়াল, একরঙা থেকে রংবাহারি— হরেক রকম শার্ট বা টিশার্ট আছে, আছে টাক্সেডো, আছে প্যান্টও। সুতি থেকে সিল্ক, টেরিকট থেকে লিনেন, সব রকম কাপড়ই হাজির পসরায়। ও হ্যাঁ, আপনি কি মেসেজ টিশার্টের ভক্ত? আজকাল কুকুর-বেড়ালদের জন্যও কিন্তু মজাদার সব টিশার্ট, হুডি বা শার্ট পাওয়া যায়।
অ্যাকসেসরিজেও কামাল
আপনার আদরের কুকুর কি মেয়ে? তবে মিষ্টি মিষ্টি ক্লিপ বা হেয়ার টাই আছে বাজারে। ঝামর ঝামর লোমগুলো তুলে ঝুঁটি বেঁধে ক্লিপ লাগিয়ে দিতে পারেন, ঝোলা কানে বেঁধে দিতে পারেন কাপড়ের বো। ছেলে-মেয়ে, কুকুর-বেড়াল-খরগোশ নির্বিশেষে চারপেয়েদের জন্য ভারী সুন্দর সব কলার পাওয়া যায়। কোনওটায় বো টাই লাগানো, কোনওটায় ঘন্টা, কোনওটায় উলের বল, কোনওটা আবার সুতো বা জরির কাজ করা। রংচঙে ব্যান্ডানা বা বেল্ট চান? আছে। বাহারি সানগ্লাস? তা-ও। জুতোও আছে নানা রঙে, নানা ডিজাইনে। তার কোনওটা কাপড় বা উলের, কোনওটা প্লাস্টিক, কোনওটা আবার চামড়ারও। কুকুরের গলায় ঝোলাতে চাইলে কুট্টি কুট্টি হালকা কাপড়ের বটুয়াও পাবেন।
পরিচর্যার পালা
জামা, জুতো, কলার, ব্যাগ— সবই তো হল! এবার তো একটু রূপচর্চা আর হেয়ারস্টাইলও করতে হয়, নাকি! এখন নানা ধরনের গ্রুমিং কিট পাওয়া যায় কুকুর, বেড়াল, খরগোশ, পাখি প্রত্যেকের জন্যই। তাতে যেমন লোম ছেঁটে দেওয়া বা আঁচড়ানোর জন্য নানা রকম কাঁচি বা ব্রাশ থাকে, নখ পরিষ্কার এবং শেপ করার জন্য থাকে নেলকাটার, শেপিং টুল এবং ট্যুইজার। ভাল করে স্নান করিয়ে দেওয়ার জন্য সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, তেল, ক্রিম, ওয়াইপ, তোয়ালে সবই আছে। আছে বাড়তি পরিচর্যার জন্য স্পা কিট। আহ্লাদি বেড়াল বা কুকুরছানাটাকে মনের মতো করে হেয়ারস্টাইল বা স্পা করাতে চাইলে পার্লারেও নিয়ে যেতে পারেন। তারপরে পরিচর্যা পর্ব শেষে একটা মিষ্টি হেয়ারস্টাইলও করিয়ে নেওয়াই যায়!
চিকিৎসকের পরামর্শ
শারদীয়া বলে কথা! আদরকাড়া পোষ্য সন্তানের সাজগোজ, পরিচর্যা সবই হোক আশ মিটিয়ে। তবে নরম জামাকাপড় বাদে অন্য যে কোনও কিছু করার আগেই একবার কথা বলে নিন পশু চিকিৎসকের সঙ্গে। পুজো-স্পেশাল সাজ তো হতেই হবে, কিন্তু ও যেন আরামেও থাকে। আর থাকে বরাবরের মতোই সুস্থ আর ছটফটে। সেদিকটাও অবশ্যই মাথায় রাখুন প্লিজ!