অসুস্থ মা, তাই ফোঁটা বন্ধ ঋতুপর্ণার! দাদা প্রসেনজিৎ-এর জন্য কী আয়োজন করলেন পল্লবী? ভাইফোঁটা কেমন কাটছে টলি নায়িকারাদের?

এই দিনটায় আর পাঁচজনের মতোই নিজের ভাই-বোনদের সঙ্গে আনন্দ-আহ্লাদে মেতে ওঠেন তারকারাও।

tollywood actress rituparna sengupta pallabi chatterjee madhumita sarkar shared their bhai fota plan ent

নিজস্ব সংবাদদাতা:কখনও খুনসুটি, কখনও আবার দায়িত্বে ঘেরা মিষ্টি সম্পর্ক প্রতিটা ভাই-বোনের। আজ তাদেরই দিন। এই দিনটায় আর পাঁচজনের মতোই নিজের ভাই-বোনদের সঙ্গে আনন্দ-আহ্লাদে মেতে ওঠেন তারকারাও।

ভাইফোঁটায় ভাই-বোন কাছাকাছি না থাকলেও ফোঁটায় বাঁধা পড়ে না। কখনও তা ভার্চুয়ালি হয়, কখনও আবার ভগবানের কাছে দাদার মঙ্গল কামনায় প্রার্থনা করেই এই দিনটি উদ্‌যাপন করেন সবাই। এই তালিকা থেকে বাদ যান না টলিপাড়ার নায়িকারাও। 

যদিও প্রতিবছর জমজমাটভাবে ভাইফোঁটার আয়োজন হলে এই বছর কোনও অনুষ্ঠান হচ্ছে না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়িতে। সূত্রের খবর, অভিনেত্রীর মায়ের অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

অন্যদিকে, এইবছর কলকাতায় নেই পল্লবী চট্টোপাধ্যায়। মুম্বইয়ে থাকার কারণে ফোঁটার সময়ে ব্যাঘাত ঘটেছে। তবুও আজকাল ডট ইন-কে তিনি জানান, যদি সম্ভব হয় দেখা করে বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)কে ফোঁটা দেবেন। নয়তো, মন্দিরে গিয়ে দাদার মঙ্গল কামনায় পুজো দিয়ে আসবেন তিনি। 

এদিকে, ভাই বিদেশে থাকায় এই বছরও ভিডিও কলেই ভাইফোঁটা সারলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে ভাইকে জানালেন, জীবনের কঠিনতম সময়ে দিদি হিসাবে সবসময় ভাইয়ের পাশে থাকবেন। সঙ্গে অভিনেত্রী লেখেন, ছোটবেলার মতো আবার একসঙ্গে ভাইফোঁটা কাটানোর জন্য তিনি অপেক্ষায় আছেন। 

এদিকে, ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে প্রতিবছর ভাইফোঁটা দেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এইবছরও তাই সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন দাদা অভিষেকের বাড়ি। ভাইফোঁটার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 

সদ্য পাহাড়ের কোল থেকে ঘুরে এসেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ফিরেই পরিবারের সঙ্গে ভাইফোঁটার আয়োজনে মেতেছেন অভিনেত্রী। ভাই, দাদাদের ফোঁটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ঝলক।