আলোর রাতে তারা-র সাজে
Kalipuja Fashion দীপাবলি আলোর উৎসব। অন্ধকার থেকে আলোয় ফেরা। এমন রঙিন উৎসবের ছোঁয়া আপনার মনে লাগবে না তা কি হয়! এবার আলোর রঙে সাজতে হবে।
শ্যামশ্রী সাহা
দীপাবলির সাজ হোক আলো ঝলমল। শ্রীমা, মোহনা, শ্রীতমা, শিঞ্জিনী— টলিকন্যেদের মতো আপনিও হয়ে উঠুন অনন্যা।
উৎসবের মরশুম চলছে। দুর্গাপুজো,লক্ষ্মীপুজো পেরিয়ে এবার আলোর উৎসবে সামিল হওয়ার পালা। দীপাবলি আলোর উৎসব। অন্ধকার থেকে আলোয় ফেরা। এমন রঙিন উৎসবের ছোঁয়া আপনার মনে লাগবে না তা কি হয়! এবার আলোর রঙে সাজতে হবে। নিজেকে কী করে রঙিন করে তুলবেন? শাড়ি, সালোয়ার, ওয়েস্টার্ন-এ পুজোর সাজ তো হল। এবার নতুন কী? কোন রঙে সাজবেন? গাঢ়? নাকি হালকা? পোশাকের কালার প্যালেটে হয়ে যাক যুগলবন্দি। শাড়ি ছাড়া উৎসবের সাজ সম্পূর্ণ হয় না। এমন ভাবনায় বেছে নিতে পারেন গাঢ় রঙের শাড়ি। বেগুনি, মেরুন বা লাল। একটু অন্যরকম সাজের খোঁজে পরতে পারেন লেহঙ্গাও। তার সঙ্গে জমকালো গয়নায় আপনি হাজার আলোর ঝাড়বাতি।
আজকাল ফ্যাশন ফ্লোরে শ্রীমা, মোহনা, শিঞ্জিনী, শ্রীতমা ঝলমলে দীপাবলির সাজে।
শ্রীমার কালচে লাল বেনারসিতে জরির নকশা। ভারী নেকলেসের সঙ্গে টিকলি ও নথে আলোমাখা কন্যে।
গাঢ় নীল অরগ্যাঞ্জায় নীলাম্বরী শ্রীতমা। খোলাচুল ও হালকা গয়নায় আলোর রাতের রাতপরী।
বেগুনি কাতান সিল্কে জরির বুটি, সঙ্গে সাদা ব্লাউজে পেটা জরির কাজ, আর ভারী গয়নায় যেন মোহময়ী মোহনা।
শিঞ্জিনী সেজেছেন পীচরঙা লেহঙ্গায়। গয়নায় মানানসই সবুজের ছোঁয়া। ঘন কাজল কালো চোখে যেন আতশবাজির রোশনাই।