দাঁত, নখ বের করে রয়েছে, চমকে যাবেন সারি সারি ভূত দেখে, হানা দিন পটুয়াপাড়ায়
কালীপুজোয় জমজমাট পটুয়াপাড়া। ঠিক যেন দুর্গাপুজোর কুমোরটুলি। কালীপুজো এগোচ্ছে, কুমোরটুলির রূপ পাচ্ছে পটুয়াপাড়া।

আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোয় জমজমাট পটুয়াপাড়া। ঠিক যেন দুর্গাপুজোর কুমোরটুলি। কালীপুজো এগোচ্ছে, কুমোরটুলির রূপ পাচ্ছে পটুয়াপাড়া। দুর্গাপুজো শেষ হলেই শুরু হয়ে যায় কালীপুজোর প্রস্তুতি। কালীপুজোর সময় বছরের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভূতের মূর্তি তৈরি।
পটুয়াপাড়ায় শেষ প্রান্তে অবস্থিত এই দোকানগুলো। এই দোকানগুলিতে ভূতের মডেল বিক্রি শুরু ৩০০ টাকা থেকে। যার দাম পৌঁছয় ২৫০০ টাকা, ৩০০০ টাকা এবং এমনকি ৫০০০ টাকা পর্যন্ত। প্রতিটি ভূতের মডেলের চোখ বানানো হয় ভয়ংকর করে। দেখলেই শিউরে উঠবে গা। চুলে করা হয় ফ্লান্ট। দাঁত থাকে ভয়ংকর।
কী ভাবে বানানো হয় এই ভূতের মূর্তি?
কারিগররা দক্ষতার সঙ্গে কাঠামোর উপর কাদামাটির প্রলেপ দেয় প্রথমে। ডাইনি এবং যাদুকরদের ভয়ঙ্কর মুখ বানানো হয় তারপর। সবশেষে হয় চোখ, দাঁত আর চুল। তাতেই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মূর্তি।
কালী পূজার সময়, শুধুমাত্র দেবীকেই নয়, আত্মা এবং ভূতদেরও সম্মান করার প্রথা রয়েছে, সেই কারণেই বর্তমানে ভূতের মূর্তির চল বাড়ছে। বাস্তবে সাক্ষাৎ ভূত দেখতে চাইলে অবশ্যই যেতে হবে পটুয়াপাড়ায়।