সাবেকিয়ানার সঙ্গে ফিউশনের মিশেল! আজকাল ফ্যাশন ফ্লোরের উৎসবের সাজে অনবদ্য সঙ্গীতা সিনহা

Durga Puja Fashion সাবেকিয়ানা নাকি পশ্চিমী সাজে সাজবেন পুজোয়? সেই ধন্দই কাটাতে পারেন আজকাল ফ্যাশন ফ্লোরের পাতায় চোখ রাখলে।

দুর্গাপুজো বর্ধমানে বাড়িতেই কাটান সঙ্গীতা। পঞ্চমী পর্যন্ত কলকাতার পুজোর উপভোগ করে চলে যান প্রিয়জনেদের মাঝে।তাঁর কথায়, “আমার কাছে পুজো মানে সমস্ত অভিমান-রাগ ভুলে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া, নিজের মানুষের কাছে ফিরে যাওয়া। বাড়ির সঙ্গে সময় কাটানো। সারা বছর সময় হয় না, তাই সপ্তমী থেকে দশমী আমি পরিবারের সঙ্গেই সময় কাটাই।”
4 / 6

দুর্গাপুজো বর্ধমানে বাড়িতেই কাটান সঙ্গীতা। পঞ্চমী পর্যন্ত কলকাতার পুজোর উপভোগ করে চলে যান প্রিয়জনেদের মাঝে।তাঁর কথায়, “আমার কাছে পুজো মানে সমস্ত অভিমান-রাগ ভুলে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া, নিজের মানুষের কাছে ফিরে যাওয়া। বাড়ির সঙ্গে সময় কাটানো। সারা বছর সময় হয় না, তাই সপ্তমী থেকে দশমী আমি পরিবারের সঙ্গেই সময় কাটাই।” 

Previous Next