সাবেকিয়ানার সঙ্গে ফিউশনের মিশেল! আজকাল ফ্যাশন ফ্লোরের উৎসবের সাজে অনবদ্য সঙ্গীতা সিনহা

Durga Puja Fashion সাবেকিয়ানা নাকি পশ্চিমী সাজে সাজবেন পুজোয়? সেই ধন্দই কাটাতে পারেন আজকাল ফ্যাশন ফ্লোরের পাতায় চোখ রাখলে।

ছোটবেলার অনেকটা সময় বিষ্ণুপুরে কেটেছে সঙ্গীতার। সেসময় পরিবারের সঙ্গে ঠাকুর দেখা, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দের মধ্যে ছিল এক অন্য আনন্দ। চারদিনের চারটে পোশাকের সেই অনাবিল উন্মাদনা আজও তাঁর মনের মধ্যে গেঁথে রয়েছে।
5 / 6

ছোটবেলার অনেকটা সময় বিষ্ণুপুরে কেটেছে সঙ্গীতার। সেসময় পরিবারের সঙ্গে ঠাকুর দেখা, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দের মধ্যে ছিল এক অন্য আনন্দ। চারদিনের চারটে পোশাকের সেই অনাবিল উন্মাদনা আজও তাঁর মনের মধ্যে গেঁথে রয়েছে।  

Previous Next