সাবেকিয়ানার সঙ্গে ফিউশনের মিশেল! আজকাল ফ্যাশন ফ্লোরের উৎসবের সাজে অনবদ্য সঙ্গীতা সিনহা

Durga Puja Fashion সাবেকিয়ানা নাকি পশ্চিমী সাজে সাজবেন পুজোয়? সেই ধন্দই কাটাতে পারেন আজকাল ফ্যাশন ফ্লোরের পাতায় চোখ রাখলে।

কালো স্লিফলেস ব্লাউজের সঙ্গে জড়ির পাড়ের কাজের শিফন শাড়িতে নজরকাড়া সঙ্গীতা। গলায় অক্সিডাইসড চকার, খোলা চুলে ঝড় তুলেছেন অভিনেত্রী।   বালুচরি শাড়ির এথনিক পোশাকেও মোহময়ী সঙ্গীতা। হাফ শোল্ডার ড্রেসে স্মার্ট লুকে চোখ ফেরানো দায়।
3 / 6

কালো স্লিফলেস ব্লাউজের সঙ্গে জড়ির পাড়ের কাজের শিফন শাড়িতে নজরকাড়া সঙ্গীতা। গলায় অক্সিডাইসড চকার, খোলা চুলে ঝড় তুলেছেন অভিনেত্রী। বালুচরি শাড়ির এথনিক পোশাকেও মোহময়ী সঙ্গীতা। হাফ শোল্ডার ড্রেসে স্মার্ট লুকে চোখ ফেরানো দায়। 

Previous Next