শপিং অ্যাপ ছেড়ে চোখ রাখুন মায়ের আলমারিতে! জাহ্নবীর মতো পুজোর সাজে তাক লাগাবেন আপনিও

Fashion Tips: পুজোতে জাহ্নবীর পথে হাঁটতে পারেন আপনিও। বাজারচলতি ‘ট্রেন্ড’-এ গা না ভাসিয়ে অষ্টমী নবমীর সাজে রাখতে পারেন আভিজাত্যের ছোঁয়া।

সোমবার ভক্তদের চমকে দিলেন জাহ্নবী কাপুর, যখন তিনি নিজের আসন্ন ছবি ‘হোমবাউন্ড’এর বিশেষ প্রদর্শনীতে হাজির হলেন এক মনোমুগ্ধকর নেভি ব্লু শাড়িতে—যে শাড়ি একসময় তাঁর প্রয়াত মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী পরেছিলেন।
1 / 6

সোমবার ভক্তদের চমকে দিলেন জাহ্নবী কাপুর, যখন তিনি নিজের আসন্ন ছবি ‘হোমবাউন্ড’এর বিশেষ প্রদর্শনীতে হাজির হলেন এক মনোমুগ্ধকর নেভি ব্লু শাড়িতে—যে শাড়ি একসময় তাঁর প্রয়াত মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী পরেছিলেন।

Next