শপিং অ্যাপ ছেড়ে চোখ রাখুন মায়ের আলমারিতে! জাহ্নবীর মতো পুজোর সাজে তাক লাগাবেন আপনিও
শপিং অ্যাপ ছেড়ে চোখ রাখুন মায়ের আলমারিতে! জাহ্নবীর মতো পুজোর সাজে তাক লাগাবেন আপনিও
Fashion Tips: পুজোতে জাহ্নবীর পথে হাঁটতে পারেন আপনিও। বাজারচলতি ‘ট্রেন্ড’-এ গা না ভাসিয়ে অষ্টমী নবমীর সাজে রাখতে পারেন আভিজাত্যের ছোঁয়া।
1 / 6
সোমবার ভক্তদের চমকে দিলেন জাহ্নবী কাপুর, যখন তিনি নিজের আসন্ন ছবি ‘হোমবাউন্ড’এর বিশেষ প্রদর্শনীতে হাজির হলেন এক মনোমুগ্ধকর নেভি ব্লু শাড়িতে—যে শাড়ি একসময় তাঁর প্রয়াত মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী পরেছিলেন।