সাবেকিয়ানার সঙ্গে ফিউশনের মিশেল! আজকাল ফ্যাশন ফ্লোরের উৎসবের সাজে অনবদ্য সঙ্গীতা সিনহা

Durga Puja Fashion সাবেকিয়ানা নাকি পশ্চিমী সাজে সাজবেন পুজোয়? সেই ধন্দই কাটাতে পারেন আজকাল ফ্যাশন ফ্লোরের পাতায় চোখ রাখলে।

পুজোর কয়েকদিন আগেই ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর পোস্টার লুক প্রকাশ পেয়েছে। আপাতত সেই ছবির অপেক্ষায় বাংলার দর্শক। তার আগে পুজোর সাজে নজর কেড়েছেন সঙ্গীতা। এথনিক, সাবেকিয়ানা এবং ফিউশন ড্রেসের তিন লুকে ‘ক্লাসি’ তিনি। বর্তমানে মেয়েরা যতই সারা বছর পাশ্চাত্য পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করুক, যে কোনও পুজো-পার্বনে আজও বেশিরভাগেরই পছন্দ শাড়ি। গ্লোন্ডেন টিস্যুর উপর জারদৌসি কাজের শাড়ি পরেছেন সঙ্গীতা। সঙ্গে আলগা খোপায় জড়ানো মালা। গলায়-কানে ও হাতে গোল্ডেন জুয়েলারির আধুনিকতার ছোঁয়াতেও যেন স্নিগ্ধতার ছ
2 / 6

পুজোর কয়েকদিন আগেই ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর পোস্টার লুক প্রকাশ পেয়েছে। আপাতত সেই ছবির অপেক্ষায় বাংলার দর্শক। তার আগে পুজোর সাজে নজর কেড়েছেন সঙ্গীতা। এথনিক, সাবেকিয়ানা এবং ফিউশন ড্রেসের তিন লুকে ‘ক্লাসি’ তিনি। বর্তমানে মেয়েরা যতই সারা বছর পাশ্চাত্য পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করুক, যে কোনও পুজো-পার্বনে আজও বেশিরভাগেরই পছন্দ শাড়ি। গ্লোন্ডেন টিস্যুর উপর জারদৌসি কাজের শাড়ি পরেছেন সঙ্গীতা। সঙ্গে আলগা খোপায় জড়ানো মালা। গলায়-কানে ও হাতে গোল্ডেন জুয়েলারির আধুনিকতার ছোঁয়াতেও যেন স্নিগ্ধতার ছাপ। 

Previous Next