সাবেকিয়ানার সঙ্গে ফিউশনের মিশেল! আজকাল ফ্যাশন ফ্লোরের উৎসবের সাজে অনবদ্য সঙ্গীতা সিনহা

Durga Puja Fashion সাবেকিয়ানা নাকি পশ্চিমী সাজে সাজবেন পুজোয়? সেই ধন্দই কাটাতে পারেন আজকাল ফ্যাশন ফ্লোরের পাতায় চোখ রাখলে।

পুজোর আবহে মেতে উঠেছে বাংলা। চারিদিকে আলোর মেলা, থিম-সাবেকিয়ানার প্যান্ডেল, নতুন পোশাকের সাজে মাতোয়ারা সকলে। সাবেকিয়ানা নাকি পশ্চিমী সাজে সাজবেন পুজোয়? সেই ধন্দই কাটাতে পারেন আজকাল ফ্যাশন ফ্লোরের পাতায় চোখ রাখলে। এথনিকের সঙ্গে ফিউশনের মিশেলে এক অনবদ্য সাজে ধরা দিয়েছেন  ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির প্রযোজক তথা অভিনেত্রী সঙ্গীতা সিনহা।
1 / 6

পুজোর আবহে মেতে উঠেছে বাংলা। চারিদিকে আলোর মেলা, থিম-সাবেকিয়ানার প্যান্ডেল, নতুন পোশাকের সাজে মাতোয়ারা সকলে। সাবেকিয়ানা নাকি পশ্চিমী সাজে সাজবেন পুজোয়? সেই ধন্দই কাটাতে পারেন আজকাল ফ্যাশন ফ্লোরের পাতায় চোখ রাখলে। এথনিকের সঙ্গে ফিউশনের মিশেলে এক অনবদ্য সাজে ধরা দিয়েছেন  ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির প্রযোজক তথা অভিনেত্রী সঙ্গীতা সিনহা। 

Next