'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা

পুজোয় প্রেম হয়েছে তাহলে? -পুজোয় প্রেম হয়নি। প্রেমের দিনগুলোয় পুজো বাড়তি রঙিন ছিল। বিচ্ছদের পরের দুটো পুজো ভারী বর্ণহীন ছিল। সেটা আবার কেটে গিয়েছে সময়ে।  পুজোর-বাজার কেমন ছিল? -মায়ের সঙ্গে বেরোতাম ছোটোবেলায়। মা হাতিবাগান এলাকার, তাই সবকিছু হাতিবাগান থেকেই কেনা হতো। আমি তো কয়েকদিন আগে কাউকে বুঝতে না দিয়েই হাতিবাগান বাজার ঘুরে দেখলাম, আগের, পুরনো দোকানগুলো কোথায় কী রয়েছে। এখন আর পুজোর জন্য আলাদা করে কিনতে যাই না। উপহার পাই ঝুড়ি ঝুড়ি। আবার কখনও কিছুতে চোখ পড়ে গেল, কিনে নিলাম। আলাদা করে 'পুজোর-শপিং'
9 / 12

পুজোয় প্রেম হয়েছে তাহলে?
-পুজোয় প্রেম হয়নি। প্রেমের দিনগুলোয় পুজো বাড়তি রঙিন ছিল। বিচ্ছদের পরের দুটো পুজো ভারী বর্ণহীন ছিল। সেটা আবার কেটে গিয়েছে সময়ে।
 
পুজোর-বাজার কেমন ছিল?
-মায়ের সঙ্গে বেরোতাম ছোটোবেলায়। মা হাতিবাগান এলাকার, তাই সবকিছু হাতিবাগান থেকেই কেনা হতো। আমি তো কয়েকদিন আগে কাউকে বুঝতে না দিয়েই হাতিবাগান বাজার ঘুরে দেখলাম, আগের, পুরনো দোকানগুলো কোথায় কী রয়েছে। এখন আর পুজোর জন্য আলাদা করে কিনতে যাই না। উপহার পাই ঝুড়ি ঝুড়ি। আবার কখনও কিছুতে চোখ পড়ে গেল, কিনে নিলাম। আলাদা করে 'পুজোর-শপিং' নেই আমার।
Previous Next