'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা
একটু পুজোয় ফিরি, পুজো কীভাবে কাটান?
-একদম কলকাতায় কাটাই। ভরপুর কলকাতায় কাটাই। আমি তো সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত, পুজোয় সেসব কাজ চলে। বহু আমন্ত্রণ থাকে। আমি ভিড়ে ঠাকুর দেখার দলে পড়ি না। সন্ধেবেলাগুলো আমি পাড়ায় বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে কাটাই।
ছোটবেলার পুজো বললে কী মনে পড়ে?
-আমার এক দাদু আমাকে এবং আমার বাল্য বন্ধুকে নিয়ে যেতেন ঠাকুর দেখতে। দাদুও নেই। বাল্যবন্ধুও অকাল প্রয়াত। ছোটবেলায় সপ্তমীর দিন কাটাতাম মামা বাড়িতে। প্রথম প্রেমের সময় থেকে বদলাল সেটা।