'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা

একটু পুজোয় ফিরি, পুজো কীভাবে কাটান? -একদম কলকাতায় কাটাই। ভরপুর কলকাতায় কাটাই। আমি তো সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত, পুজোয় সেসব কাজ চলে। বহু আমন্ত্রণ থাকে। আমি ভিড়ে ঠাকুর দেখার দলে পড়ি না। সন্ধেবেলাগুলো আমি পাড়ায় বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে কাটাই।   ছোটবেলার পুজো বললে কী মনে পড়ে? -আমার এক দাদু আমাকে এবং আমার বাল্য বন্ধুকে নিয়ে যেতেন ঠাকুর দেখতে। দাদুও নেই। বাল্যবন্ধুও অকাল প্রয়াত। ছোটবেলায় সপ্তমীর দিন কাটাতাম মামা বাড়িতে। প্রথম প্রেমের সময় থেকে বদলাল সেটা।
8 / 12

একটু পুজোয় ফিরি, পুজো কীভাবে কাটান?
-একদম কলকাতায় কাটাই। ভরপুর কলকাতায় কাটাই। আমি তো সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত, পুজোয় সেসব কাজ চলে। বহু আমন্ত্রণ থাকে। আমি ভিড়ে ঠাকুর দেখার দলে পড়ি না। সন্ধেবেলাগুলো আমি পাড়ায় বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে কাটাই। 
 
ছোটবেলার পুজো বললে কী মনে পড়ে?
-আমার এক দাদু আমাকে এবং আমার বাল্য বন্ধুকে নিয়ে যেতেন ঠাকুর দেখতে। দাদুও নেই। বাল্যবন্ধুও অকাল প্রয়াত। ছোটবেলায় সপ্তমীর দিন কাটাতাম মামা বাড়িতে। প্রথম প্রেমের সময় থেকে বদলাল সেটা।

Previous Next