'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা
আপনার এই যে বর্ণময় জীবন, এটা নিয়ে যদি বাংলা ছবি হয়, কুনাল ঘোষ বায়োপিক হলে, নাম চরিত্রে কাকে দেখতে চান?
-আমি ভাবিনি কখনও। আমি হয়তো ভিআইপি নই যে আমার বায়োপিক হবে। কিন্তু আমার জীবনে রসদ আছে। তাতে লড়াই আছে, রহস্য আছে, পাওয়ার পলটিক্স আছে, ক্ষমতা আছে, ষড়যন্ত্র আছে, ইনভেস্টিগেশন জেল আছে, ঠাসা উপাদান আছে। আমার চেহারা হিরো হিরোও নয়। একটি ছেলে, রাজনৈতিক অবস্থান থেকে সে উলটো মেরুর, আমার মনে হয় রাহুল অরুণোদয় আমাকে পর্দায় ফুটিয়ে তুলতে পারবে। আমি আবার বলছি, আমি ভিআইপি নই, কিন্তু আমি সাংবাদিকতা থেকে ক্ষমতার চূড়ায়, তারপর ষড়যন্ত্র থেকে জেল, সেখান থেকে ফাইটব্যাক করে ফিরে আসা। আমার সম্পর্কে মানুষ যা জানে এখনও, জেল জীবনের, তা এখনও ৫০ শতাংশ। এখনও বাকি ৫০ শতাংশ।